গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারের ম্যাচজয়ী ক্যাচটি নেন সূর্য। সূর্য এখনও সেই ক্যাচের দৃশ্য দেখছে। সূর্যবলেন, 'আমি ওই ক্যাচটি (টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল) ২২২ বারেরও বেশি দেখেছি। যখনই সুযোগ পেতাম, দেখতাম। ফাইনাল ম্যাচে অনেক মুহূর্ত ছিল, তার মধ্যে এটি ছিল একটি।
India Today Conclave 2025 Suryakumar yadav catch