
India Vs South Africa Test Series: ১৪ নভেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই গুরুত্বপূর্ণ সফরের জন্য নিজেদের টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (CSA)। দীর্ঘদিন চোটে ভুগে বাইরে থাকা টেম্বা বাভুমা ফিরছেন অধিনায়ক হিসেবে। যা প্রোটিয়া শিবিরে নিঃসন্দেহে বড় স্বস্তি।
ভারতের বিপক্ষে এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই দু’দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা কি ভারতের দুর্গ ভেদ করতে পারবে, সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
চোটের কারণে পাকিস্তান সফর মিস করেছিলেন বাভুমা। এবার ভারতের ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি। ভারতীয় স্পিন কন্ডিশন মাথায় রেখে দলে রাখা হয়েছে তিনজন স্পিনার কেশব মহারাজ, সাইমন হার্মার এবং সেনুরান মুথুসামি।
প্রোটিয়া শিবিরের নির্বাচক কমিটি জানিয়েছে, ভারতে সফল হতে হলে স্পিন আক্রমণই হতে পারে মূল অস্ত্র। পাশাপাশি অলরাউন্ডার বিভাগেও রয়েছে ভারসাম্য। মার্কো জানসেন, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি। সবাই ব্যাট-বল দুই দিকেই কার্যকর।
দলে সুযোগ পেয়েছেন তরুণ ডিওয়াল্ড ব্রেভিসও, যিনি আইপিএলে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য আগেই নজর কেড়েছেন। উইকেটকিপারের ভূমিকায় থাকবেন কাইল ভেরেনে।
ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বোশ, ডিওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবায়ের হামজা, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেনে।