২০২৪ সালের আইপিএল-এ তাঁর দলের অধিনায়ক কেএল রাহুলকে তুলোধনা করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। চলতি বছরে কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি। এবার তাঁকে দেখা গেল ঋষভ পন্তের দিকে আঙুল তুলতে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এবারের আইপিএল-এ সবথেকে দামী খেলোয়াড় ঋষভ পন্ত। ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। দলের অধিনায়কও করা হয়েছে। তাঁর নেতৃত্বে তিন ম্যাচ খেলে এখনও পর্যন্ত মাত্র একটিতেই জয় পেয়েছে দল। ব্যাট হাতেও ব্যর্থ হয়েছেন ওই উইকেট কিপার-ব্যাটার। তিন ম্যাচে মাত্র ১৭ রান করতে পেরেছেন তিনি। দলের অধিনায়কের পারফরম্যান্সে হতাশ ফ্যানরা। তাঁরা কটূক্তিও করছেন সোশ্যাল মিডিয়ায়। এরইমধ্যে সামনে এল ঋষভের সঙ্গে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কথোপকথনের মুহূর্তের ছবি।
যে ছবি ভাইরাল হয়েছে তাতে তা দেখে বোঝা যাচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কার চোখে মুখে বিরক্তি। তিনি গম্ভীর মুখে কিছু বলছেন ঋষভকে। আর তা শুনছেন ভারতের উইকেট কিপার ব্যাটার। এক সময় তো আঙুল তুলে কথা বলতেও দেখা যায় গোয়েঙ্কাকে।
সঞ্জীব গোয়েঙ্কার এমন আচরণে বিরক্ত অনেকেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। অনেকে লিখেছেন, 'সঞ্জীব গোয়েঙ্কা বা অন্য কর্ণধাররা যাতে মাঠে ঢোকার সুযোগ না পান, তা নিশ্চিত করা উচিত বিসিসিআই-এর।' আবার কারও কটাক্ষ, 'গোয়েঙ্কা প্রতিবার খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁকে ও তাঁর দলকে আইপিএল থেকে ব্যান করা উচিত।'
প্রসঙ্গত, কেএল রাহুলের সঙ্গে খারাপ আচরণ নিয়ে পরে মুখ খুলেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। বলেছিলেন, মাঠে তাঁর অনুভূতির প্রকাশ ঘটে। কিন্তু সেজন্য সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।