LSG vs PBKS, IPL 2025 : ২২ বল বাকি থাকতেই লখনউকে হারাল পঞ্জাব, ছয় মেরে হাফ সেঞ্চুরি আইয়ারের

আইপিএল-এর ১৩ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি পঞ্জাব সুপার কিংস। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। প্রথমে ব্য়াট করে ১৭১ রান তোলে লখনউ। তবে সেই রান সহজে তুলে দেয় পঞ্জাব। দলের ক্যাপ্টেন আইয়ার হাফসেঞ্চুরি করেন।

Advertisement
LSG vs PBKS: ২২ বল বাকি থাকতেই লখনউকে হারাল পঞ্জাব, ছয় মেরে হাফ সেঞ্চুরি আইয়ারের Image - Bcci
হাইলাইটস
  • আইপিএল-এর ১৩ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি পঞ্জাব সুপার কিংস
  • এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব

আইপিএল-এর ১৩ তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি পঞ্জাব সুপার কিংস। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। প্রথমে ব্য়াট করে ১৭১ রান তোলে লখনউ। তবে সেই রান সহজে তুলে দেয় পঞ্জাব। দলের ক্যাপ্টেন আইয়ার হাফসেঞ্চুরি করেন। 

এই ম্যাচটি আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে দামি দুই খেলোয়াড় ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার একে অপরের মুখোমুখি হয়েছেন। মেগা নিলামে ঋষভকে ২৭ কোটি টাকায় কিনেছিল লখনউ। শ্রেয়াসের দাম উঠেছিল ২৬.৭৫ কোটি টাকায। 

  • ছয় মেরে হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। সহজে ম্যাচ জিতে গেল পঞ্জাব।       
  • জয়ের কাছাকাছি পঞ্জাব। জেতার জন্য প্রয়োজন ৩১ রান। ৩৫ রানে ক্রিজে ব্যাট করছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। 
  • ১০০ রানও পেরোল পঞ্জাব। উইকেটের খোঁজ করছে লখনউ। 
  • মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি করলে প্রভসিমরন, ম্যাচ হাতের বাইরে যাচ্ছে লখনউয়ের। ক্রিজে রয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। 

     

  • প্রথম উইকেট হারাল লখনউ, শ্রেয়সদের চাপে রাখতে আরও উইকেট দরকার পন্তদের। যদিও ভালো শুরু করেছিল পঞ্জাব। ২০ রানে তাদের কোনও উইকেট পড়েনি। 
  • লখনউয়ের ১৭১ রানের জবাবে ভালো শুরু পঞ্জাবের, ২ ওভারে তুলল ২০ রান। ম্যাচে ফিরতে উইকেট দরকার লখনউয়ের। 
  • পঞ্জাবকে জিততে গেলে ২০ ওভারে ১৭২ রান করতে হবে। লখনউয়ের হয়ে সবথেকে বেশি রান করেন নিকোলাস পুরান। ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৩৩ বলে ৪১ রানের ইনিংস খেলেন আয়ূস বাদানি। 
  • নির্ধারিত ২০ ওভার শেষে ১৭১ রান করল লখনউ। পঞ্জাবের হয়ে সবথেকে বেশি ৩ উইকেট নেন অর্শদীপ। 

     

  • মাত্র ১৯ রান করে আউট ডেভিড মিলার। 
  • ঝোড়ো ব্যাটিংয়ের পর ৪৪ রান করে আউট নিকোলাস পুরান। উইকেট নিলেন চহাল। 
  • ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬১ রান করল লখনউ সুপার জায়ান্টস । 
  • আউট ঋষভ পন্থও, ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে লখনউ। গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হন তিনি। 
  • প্রথম ওভারে মিচেল মার্শ আউট। তাকে আউট করেন অর্শদীপ সিং। ফলে ১ রানে ১ উইকেট হারাল লখনউ। 

পঞ্জাব কিংস (প্লেয়িং ইলেভেন): প্রিয়ংশ আর্য, প্রভসিমরান সিং, শ্রেয়স আইয়ার, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যাংশ শেজ, মার্কো জনসন, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।

লখনউ সুপার জায়ান্টস (প্লেয়িং ইলেভেন): মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পান্ত, আয়ুশ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, দিগ্বেশ সিং রাঠি, শার্দুল ঠাকুর, আভেশ খান, রবি বিষ্ণোই।

POST A COMMENT
Advertisement