IPL 2025 Punjab Kings: IPL-এর শুরুতেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, কীভাবে সেলিব্রেট করবে পঞ্জাব কিংস?

১৮ বছর আইপিএল খেললেও এখনও ট্রফি পায়নি পঞ্জাব কিংস। তবে এবার শ্রেয়স আইয়ারের হাতেই কাপ উঠবে বলে আশাবাদী পঞ্জাব কিংস। দলের পেসার অর্শদীপ সিং এবার জানালেন, তাঁদের দলের লক্ষ্য এখন একটাই। আর তা হল খেতাব জিতে চণ্ডীগড়ের রাস্তায় ছাদ খোলা বাসে ঘুরে বেড়ানো। 

Advertisement
IPL-এর শুরুতেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, কীভাবে সেলিব্রেট করবে পঞ্জাব কিংস?LSG VS PBKS

১৮ বছর আইপিএল খেললেও এখনও ট্রফি পায়নি পঞ্জাব কিংস। তবে এবার শ্রেয়স আইয়ারের হাতেই কাপ উঠবে বলে আশাবাদী পঞ্জাব কিংস। দলের পেসার অর্শদীপ সিং এবার জানালেন, তাঁদের দলের লক্ষ্য এখন একটাই। আর তা হল খেতাব জিতে চণ্ডীগড়ের রাস্তায় ছাদ খোলা বাসে ঘুরে বেড়ানো। 

পঞ্জাবের কিংস দল এবার দারুণ শক্তিশালী। অর্শদীপের শুরুও এই ফ্র্যাঞ্চাইজিতে। জিও হটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের এই বাঁ হাতি পেসার বলেছেন, জীবন বদলে যায়নি। তিনি নিজের মানসিক দৃঢ়তা বাড়ানোর চেষ্টা করছেন। অর্শদীপ আরও মনে করেন, কিংসরা এবার পঞ্জাবের সমর্থকদের আনন্দের খবর দেবে। অর্শদীপকে বলতে শোনা গিয়েছে, 'জীবন বদলায়নি। একই রকম আছে তা। সবাই বলে, পরিবর্তনটাই ধ্রুবক। স্থিতিশীলতা বজায় রেখে, জীবনের উত্থান-পতনের মধ্যে ভারসাম্য বজায় রাখাই চাবিকাঠি এই পর্যায়ের খেলায়। এবারের মরসুম নিয়ে আমি উত্তেজিত। মানসিক দৃঢ়তা বাড়ানোর দিকেই আমার ফোকাস এবং বর্তমান মুহূর্তটা উপভোগ করাই আমার লক্ষ্য।' 

সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন অর্শদীপ। চাপের সময় বোলিং উপভোগ করেন তিনি। অর্শদীপ বলেছেন, ‘দল যখন চাপে থাকে, সে সময় বল করাটা বেশ উপভোগ করি। মনে হয়, আমার উপর দলের ভরসা রয়েছে। সে সময় প্রতিপক্ষের রান তোলার গতি কমাতে পারলে বা উইকেট তুলে নিতে পারলে খুব ভাল লাগে। অতিরিক্ত দায়িত্বটা উপভোগ করি। পরিস্থিতি যতই কঠিন হোক, নিজেকে কখনও চাপে ফেলি না। লক্ষ্য থাকে শুধু সেরা বোলিং করা। এক দিনে সফল হওয়া যায় না ঠিকই। নিশ্চিত করার চেষ্টা করি যাতে হতাশাজনক পরিস্থিতি আমার বোলিংকে প্রভাবিত না করে। মনে করি প্রতিটি বল আমাদর কাছে একটা নতুন সুযোগ। দলের জয়ের জন্য সব সময় নিজের সবটা দেওয়ার চেষ্টা করি।’

আইপিএল থেকেই উঠে এসেছিলেন অর্শদীপ। এখন ভারতের সাদা বলের ক্রিকেট দলের নিয়মিত সদস্য। সাফল্য তাঁকে বদলাতে পারেনি বলেও দাবি করেছেন বাঁহাতি জোরে বোলার। অর্শদীপ বলেছেন, ‘জীবন খুব একটা বদলায়নি। একই রকম আছে প্রায়। তবে কিছু আনন্দ যোগ হয়েছে। অনেকে বলেন, পরিবর্তন এগিয়ে নিয়ে যায়। আমার মতে, এই পর্যায়ের ক্রিকেটে ধারাবাহিক থাকা খুব গুরুত্বপূর্ণ। খেলায় উত্থান-পতন থাকবেই। তার সঙ্গে মানিয়ে চলতে হয়। মানসিক ভাবে শক্তিশালী থাকার চেষ্টা করি। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। সব মিলিয়ে আসন্ন মরসুমে ভাল কিছু করার আশায় আছি।’

Advertisement

POST A COMMENT
Advertisement