IPL 2025 KKR vs SRH: ১২০ রানে শেষ SRH-এর ইনিংস, ঘরের মাঠে ৮০ রানে জয় KKR-এর

আইপিএল ২০২৫-এ আজ মুখোমুখি চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। গত মরসুমে, কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তিনটি ম্যাচই জিতেছিল। এর মধ্যে ফাইনাল ম্যাচও ছিল।

Advertisement
১২০ রানে শেষ SRH-এর ইনিংস, ঘরের মাঠে ৮০ রানে জয় KKR-এরকেকেআর দল

আইপিএল ২০২৫-এ আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। গত মরসুমে, কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তিনটি ম্যাচই জিতেছিল। এর মধ্যে ফাইনাল ম্যাচও ছিল।

  • পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে হায়দরাবাদ। সেই জায়গা থেকে উঠে দাঁড়াতে পারেনি প্যাট কামিন্সের দল। ৮০ রানে ম্যাচ হারে তাঁরা। দারুণ বোলিং বৈভব আরোরা ভেঙ্কটেশ আইয়ারের। 
  • ৯ রানেই ৩ উইকেট হারাল হায়দরাবাদ। হেড, ইশান ও অভিষেকের উইকেট হারাল অরেঞ্জ আর্মি। 
  • হায়দরাবাদকে ২১০ রানের টার্গেট দিল কলকাতা নাইট রাই়ডার্স। 
  • মাত্র ২৫ বলে হাফ সেঞ্চুরি করলেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর ব্যাটে ভর করে বড় রানের পথে কলকাতা। 
  • প্যাট কামিন্সের ১৯ তম ওভারে ২১ রান তুলে নিল কলকাতা। 
  • ১৫০ রান পেরোল কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্য বড় রানের। ক্রিজে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং। 
  • চার উইকেট খোয়াল কলকাতা, ১৩ ওভারে তুলল ১০৮ রান 
  • ৯৭ রানে তৃতীয় উইকেট হারাল কলকাতা। 
  • ১০ ওভার শেষে ৮৪ রান করল কেকেআর। ৩৮ রান করে ক্রিজে রয়েছেন রাহানে। ভালো খেলছেন সূর্যবংশীও। 
  • ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান কলকাতা নাইট রাইডার্সের। খেলছেন রাহানে ও রঘুবংশী। 
  • মাত্র ১৬ রানে ২ উইকেট খোয়ানোর পরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা কেকেআর-এর। ৫০ রান পেরোল দল। 
  • ৫ ওভার শেষে ৩৮ রান কলকাতার। কেকেআর-এর ব্যাটিংধস সামলানোর চেষ্টা করছেন রাহানে। 
  • ম্যাচের শুরুতেই ডিকক ও নারিনকে হারিয়ে চাপে কলকাতা। ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে। তাঁর ব্যাটে রান না এলে বিপজদ বাড়তে পারে শাহরুখের দলের। সেখানে আরও দ্রুত উইকেট ফেলতে চাইবে হায়দ্রাবাদ। 

     

পরপর ২ উইকেট হারাল কলকাতা

প্রথমে ডি কক, তারপর নারিন। পাওয়ার প্লেতেই ২ উইকেট হারিয়ে চাপে কলকাতা। 

চলতি মরসুমে উভয় দলের পারফরম্যান্সে কোনও ধারাবাহিকতা নেই। কলকাতা, রাজস্থান রয়‍্যালসকে (RR) হারিয়েছিল, অন্যদিকে রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কাছে পরাজিত হয়েছিল। অন্যদিকে, হায়দ্রাবাদ রাজস্থানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করলেও লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং দিল্লি ক্যাপিটালস (DC) এর বিপক্ষে হেরেছে।

কলকাতা নাইট রাইডার্স প্লেয়িং-১১: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আংক্রিশ রঘুবংশী, মইন আলি, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং।

POST A COMMENT
Advertisement