IPL 2025 KKR vs SRH: হায়দরাবাদ ম্যাচের আগে নতুন বিতর্ক নাইট শিবিরে, ওপেন করতে চান এই ব্যাটার

লিগ টেবিলের তলানিতে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া অজিঙ্কা রাহানেরা। এর মধ্যেই নতুন বিতর্কের জনম দিলেন কেকেআর তারকা। তহালে কী সব কিছু ঠিকঠাক নেই নাইটদের সংসারে?

Advertisement
হায়দরাবাদ ম্যাচের আগে নতুন বিতর্ক নাইট শিবিরে, ওপেন করতে চান এই ব্যাটারকেকেআর দল
হাইলাইটস
  • রমনদীপের বক্তব্যে অস্বস্তি কেকেআর শিবিরে
  • আজ হায়দরাবাদের সামনে কলকাতা

লিগ টেবিলের তলানিতে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া অজিঙ্কা রাহানেরা। এর মধ্যেই নতুন বিতর্কের জনম দিলেন কেকেআর তারকা। তহালে কী সব কিছু ঠিকঠাক নেই নাইটদের সংসারে?

তিন ম্যাচের মধ্যে আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার সমস্যায় ফেলেছে কলকাতাকে। সঙ্কট আরও গভীর হয়েছে নেট রানরেট নিয়েও। এই অবস্থাতেই ওপেন করার বায়না ধরলেন আরেক তারকা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও ক্যাপ্টেন রাহানেকে সে কথা জানিয়েও দিয়েছেন রমনদীপ সিং। শুধু সেখানেই থেমে থাকেননি, সাংবাদিকদের সামনেও নিজের ইচ্ছে জানিয়ে ফেলেছেন। রমনদীপ সিং বলেন,'আমি ওপেন করতে চাই। সব সময় চেষ্টা করি উপরের দিকে ব্যাট করতে।' 

ব্যাটিং নিয়ে কি তবে সমস্যা আছে দলে? ব্যাটিং অর্ডার নিয়ে আলোচনা চলছে? এসবের উত্তর যদিও রমনদীপের থেকে পাওয়া যায়নি। তিনি বলেন, দলে কোনও সমস্যা নেই। ওপেন করতে চাইলেও, দল তাঁকে যেখানে বলবে সেখানেই খেলবেন। কারণ দলের জয় তাঁর কাছে সবচেয়ে আগে। এখন প্রশ্ন হল, একজন ক্রিকেটার তাঁর পছন্দের জায়গা চাইতেই পারেন। তবে সেটা কোচ, ক্যাপ্টেন, দলের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই তিনি তা ঠিক করে নিতে পারতেন। কেন হঠাৎ সংবাদমাধ্যমের সামনে এই প্রশ্ন তুলতে গেলেন কেকেআর তারকা? তবে কি এটা নাইট ম্যানেজমেন্টকে চাপে রাখার কৌশল? সে ব্যাপার যদিও তেমন কিছু জানা যায়নি। 

প্রথম ম্যাচ হারের পর পিচ বিতর্কে উত্তাল হয়েছিল ইডেন। এবার কেকেআর তাদের অর্ডার মতো পিচ পাচ্ছে ইডেনে। এর মধ্যেই দলের অন্দরে আরও এক বিতর্কের ইঙ্গিত দিয়ে দিল রমনদীপের বক্তব্য। এমনিতেই সুনীল নারিন ও ডি'কক জুটি নিয়ে প্রশ্ন উঠেছে। শুরুতেই একটা না একটা উইকেট হারাতে হচ্ছে নাইটদের। ফলে চাপ বাড়ছে ভঙ্গুর মিডল অর্ডারের উপর। রিঙ্কু সিংরা সেই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। আর দল এসবের জন্যই সমস্যায় পড়ছে। এখন রমনদীপের কথা মেনে তাঁকে ওপেনে পাঠান কিনা চন্দ্রকান্তরা সেটাই দেখার।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement