World Cup Semifinal India Vs Autralia: মহিলা বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেল, সেমিতে কার মুখোমুখি টিম ইন্ডিয়া?

World Cup Semifinal India Vs Autralia: এই ম্যাচের আগে ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে। আগামী ৩০ অক্টোবর ভারতের প্রতিপক্ষ হবে শক্তিশালী অস্ট্রেলিয়া। অন্যদিকে, পরাজয়ের ধারায় থাকা বাংলাদেশ দল ইতিমধ্যেই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে।

Advertisement
মহিলা বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেল, সেমিতে কার মুখোমুখি টিম ইন্ডিয়া?

আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এ শনিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। তবে বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে হয়। ফলে দর্শকদের হতাশার মাঝেই থেমে যায় এই প্রতীক্ষিত মুখোমুখি লড়াই।

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। শুরুতেই আবহাওয়া ম্যাচের ছন্দ নষ্ট করে দেয়। প্রবল বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪৩ ওভারে আনা হয়। পরে পরিস্থিতি আরও খারাপ হলে ওভার আরও কমাতে হয় এবং শেষে কোনও ফল ছাড়াই খেলা বন্ধ হয়ে যায়।

এই ম্যাচের আগে ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে। আগামী ৩০ অক্টোবর ভারতের প্রতিপক্ষ হবে শক্তিশালী অস্ট্রেলিয়া। অন্যদিকে, পরাজয়ের ধারায় থাকা বাংলাদেশ দল ইতিমধ্যেই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গিয়েছে।

ম্যাচে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। দলে ফিরেছেন রাধা যাদব ও অমনজ্যোত কৌর। তবে নজর কেড়েছে এক নতুন মুখ, উইকেটকিপার উমা ছেত্রীর অভিষেক। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওডিআই-তে নিজের যাত্রা শুরু করলেন তিনি। বিশ্রাম দেওয়া হয়েছিল রিচা ঘোষ, স্নেহ রাণা ও ক্রান্তি গৌড়কে।

এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশের মহিলাদের মধ্যে আটটি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ছয়টি, বাংলাদেশ জিতেছে একটি এবং একটি ম্যাচ টাই হয়েছে। পরিসংখ্যান বলছে, দুই দেশের মুখোমুখি লড়াইয়ে স্পষ্টতই এগিয়ে মিতালি-হরমনপ্রীতদের উত্তরসূরিরা।

ভারতের একাদশে ছিলেন-প্রতীকা রাওয়াল, স্মৃতি মন্ধানা, হরলিন দিওল, জেমিমা রডরিগস, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, উমা ছেত্রী (উইকেটকিপার), অমনজ্যোত কৌর, রাধা যাদব, শ্রী চরণী এবং রেণুকা সিং ঠাকুর।

বাংলাদেশের পক্ষে মাঠে নামেন- সুমাইয়া আখতার, রুবিয়া হায়দার জেলিক, শারমিন আখতার, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক/উইকেটকিপার), শোর্না আখতার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আখতার, নিশিতা আখতার নিশি এবং মারুফা আখতার।

বৃষ্টির কারণে ফল না হলেও ম্যাচটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে ভারতীয় শিবির। হরমনপ্রীতদের লক্ষ্য এখন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা।

Advertisement

 

POST A COMMENT
Advertisement