শ্রেয়সের হেলথ আপডেটশ্রেয়স আইয়ার এখন স্থিতিশীল। বিপদের বাইরে রয়েছেন। এমনটাই জানালেন ভারতের টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। আসলে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনাসামনি হয়েছিলেন সূর্যকুমার। আর সেখানেই তিনি ICU-তে থাকা শ্রেয়সের স্বাস্থ্য নিয়ে আপডেট দেন।
কী হয়েছিল?
ভারত ও অস্ট্রেলিয়ার শেষ ওডিআই ম্যাচে পিছনের দিকে দৌড়ে অ্যালেক্স ক্যারির একটি দুর্দান্ত ক্যাচ নেনে শ্রেয়স। তবে এই ক্যাচ নিয়েই যত বিপত্তি। মাটিতে পড়েই কাতরাতে থাকেন এই প্লেয়ার। এমন দৃশ্য দেখে মাঠে পৌঁছে যায় মেডিক্যাল স্টাফ। তারা দ্রুত শ্রেয়সকে নিয়ে বাইরে আসে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
প্রাথমিকভাবে ভাবা হয়েছিল শ্রেয়সের বুকে হাড়ে কোনও চোট লেগেছে। তবে পরে জানা যায়, বিষয়টা আরও গুরুতর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিসিসিআই জানায় যে ক্যাচ নিতে প্লীহা বা স্পিনে আঘাত লেগেছে শ্রেয়সের। এমনকী সেই সময় রক্তক্ষরণের আশঙ্কাও করা হয়। যার ফলে শ্রেয়সকে রাখা হয় আইসিইউ-তে। এখনও তিনি সেখানেই ভর্তি বলে খবর।
কী জানালেন সূর্যকুমার?
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রেয়সের হেলথ আপডেট দিয়েছেন সূর্যকুমার যাদব। তিনি জানান, এখন মোটের উপর স্থিতিশীল রয়েছে শ্রেয়স। এমনকী দিচ্ছেন মেসেজের রিপ্লাই। এখন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদিও আপাতত বিপদ মুক্ত হয়ে গিয়েছেন তিনি।
সূর্যের কথায়, 'প্রথমদিন আমি জানতে পারি যে ভয়াবহ চোট লেগেছে শ্রেয়সের। আমি ফোন করি ওকে। তারপর জানা যায় ওর কাছে ফোন নেই। আমি ফিজিওকে ফোন করি এবং সে আমায় বলে যে আপাতত স্থিতিশীল রয়েছে শ্রেয়স।... তবে গত দুই দিন ধরে আমায় ফোনে ও রিপ্লাই দিচ্ছে। রিপ্লাই দিচ্ছে মানে সুস্থই রয়েছে।' অর্থাৎ সোজা ভাষায় শ্রেয়স সুস্থ হয়ে উঠছেন বলেই জানালেন তিনি।
কী করে স্প্লিন?
প্লীহা হল একটি ছোট্ট অঙ্গ। এটি থাকে পাঁজরের বাঁদিকের নীচের অংশে। এটির মূলত দুটি কাজ। প্রথমত, ইনফেকশন থেকে বাঁচানো। পাশাপাশি ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকাকে ফিল্টার করা। আর এখানেই চোট লেগেছে শ্রেয়সের। তাই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন চিকিৎসকেরা। তবে এখন জানা যাচ্ছে, মোটের উপর সুস্থই রয়েছেন শ্রেয়স। তাই আশা করা যায়, তিনি দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তারপর চোট সারিয়ে একবারে সুস্থ ফিরবেন মাঠে। একার হাতে জেতাবেন ম্যাচ।