Advertisement

Bangladesh এ হিন্দু হওয়ার জন্য কেউ অত্যাচারিত হচ্ছে না, দাবি TMC MLA Manoranjan Byapari র

বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে চলে আসছে নিজেদের স্বার্থে। এর মধ্যে কোনও ধর্মীয় কারণ নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর মুসলিমদের অত্যাচারের অভিযোগও মিথ্যা, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা লেখক মনোরঞ্জন ব্যাপারীর। 'ব্যক্তিগত' তে তিনি বলেন, 'মুসলমানদের কারণে হিন্দুরা এদেশে পালিয়ে আসছে এটা একদমই সত্যি নয়।'

Advertisement
POST A COMMENT