মনোরঞ্জন ব্যাপারী। সাহিত্যিক ও রাজনীতিবিদ। নিজেকে নিম্নবর্ণের সাহিত্যিক হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন। জীবনে অনেক সংগ্রাম করলেও হতাশ নন, আক্ষেপ নেই। বললেন, ' গরু, ছাগল হতে তো জন্মাইনি। মানুষ হয়েছি। সেটাই বা কম কী!'