North Sikkim Lachung: হাতের কাছে তুষারপাতের সবচেয়ে বড় ঠিকানা। উত্তর সিকিমের লাচেন পাল্লা দিতে পারে কাশ্মীর-সিমলা-মানালির সৌন্দর্যের সঙ্গেও। লাচেনের একাধিক লেক, হঠাৎ হঠাৎ আবহাওয়া বিগড়ে তুষারপাত, বৃষ্টি আর সঙ্গে হাঁড়কাপানো শীত। প্রচুর অ্যাডভেঞ্চার এবং প্রাকৃতিক সৌন্দর্য । সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫০০ ফুট উচ্চতায় অবস্থিত লাচেন, রডোডেনড্রন এবং ভার্জিন ফরেস্ট দ্বারা বেষ্টিত একটি মনোরম পাহাড়ি গ্রাম।
লাচেন নামটির অর্থ বড় রাস্তা। তুষারাবৃত হিমালয় পর্বতশৃঙ্গ, গ্রানাইট পাহাড়ের চূড়া এবং হিমবাহগুলি এখান থেকে তট জলদিঘুরে আস যায়। এখানকার গুরুডোংমার হ্রদ , তসো লামো হ্রদ, চোপতা উপত্যকা হাইকিং করার জন্য আদর্শ যায়গা। তাই গরমের দাবদাহ এড়িয়ে কয়েকটা দিন কাটিয়ে আসতে পারলে মন্দ হয় না।
কীভাবে যাবেন?
লাচেনের নিকটতম বিমানবন্দর হল সিকিমের পাকিয়ং। কিন্তু এটা ছোট এবং টিকিট অনেক আগে থেকে কাটতে হয়। তাই পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেমেও যেতে পারেন। এখান থেকে সড়ক পথে প্রায় ২০০ কিলোমিটার। বিমানবন্দর থেকে প্রথমে আপনি গ্যাংটকের একটি ট্যাক্সি নিতে পারেন।
লাচেন ভ্রমণের জন্য, আপনার একটি ইনার লাইন পারমিট (ILP) প্রয়োজন হবে, যা আপনি আপনার ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে পেতে পারেন। বা সরাসরি গ্যাংটকে গিয়েও নিতে পারেন। তারপর পরের দিন তাড়াতাড়ি লাচেনের উদ্দেশ্যে রওনা দিন। গ্যাংটক থেকে এটি প্রায় ১০৭ কিলোমিটার দূরে এবং সেখানে পৌঁছাতে ৪-৫ ঘন্টা সময় লাগে।
ট্রেনে করে লাচেন যাওয়া
লাচেন যাওয়ার ট্রেন যাত্রা বেশ উপভোগ্য। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন হল লাচেনের সবচেয়ে কাছের রেলস্টেশন। সেখানে নেমে গাড়িতে চলে যেতে হবে। আপনাকে রেলওয়ে স্টেশন থেকে গ্যাংটক যেতে হবে কারণ লাচেনে যাওয়ার একমাত্র পথ গ্যাংটক দিয়ে। একদিন থাকুন এবং ইতিমধ্যে আপনার ট্র্যাভেল এজেন্সি থেকে লাচেনের ইনার লাইন পারমিট নিন। সড়কপথে লাচেনে যাওয়াও একই।
গ্যাংটক থেকে ২ রাত্রি ৩ দিন কিংবা ৩ রাত্রি ৪ দিনের প্যাকেজেই মূলত লাচেন এবং লাচুং ঘোরানো হয়। ২ রাত্রি ৩ দিনের প্যাকেজে (ইয়ুমথাং সমেত) মাথাপিছু খরচ পড়ে ৩৫০০-৪৫০০ টাকা (থাকাখাওয়া, যাতায়াত, সব খরচই ধরা থাকে এর মধ্যে), আর ৩ রাত্রি ৪ দিনের প্যাকেজে (ইয়ুমথাং সহ) মাথাপিছু খরচ পড়ে ৫০০০-৬০০০ টাকা (থাকাখাওয়া, যাতায়াত নিয়ে)। গাড়িতে ৮ জন যাত্রী যাবে, এই ভিত্তিতে প্যাকেজ ট্যুরের খরচ ঠিক হয়। গ্যাংটকের বহু ট্রাভেল এজেন্ট প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করে দেন।
নর্থ সিকিম ভ্রমণে কিছু দরকারি তথ্য
উত্তর সিকিম যাত্রীদের অনুমতি গ্যাংটক থেকেই নিয়ে নিতে হয়। ভারতীয়দের ভোটার কার্ডের এক কপি জেরক্স ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আবেদন করলে সহজেই মেলে এই অনুমতিপত্র।
বিদেশীদের ক্ষেত্রে লাগবে পাসপোর্ট, ভিসার ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। গ্যাংটকের হোটেল বা যে কোনও ট্রাভেল এজেন্টের অফিসে ডকুমেন্টগুলি জমা দিলে, তারাই আনিয়ে দেবে প্রয়োজনীয় অনুমতিপত্র।