Advertisement
লাইফস্টাইল

Benarasi Saree: বিয়ের বহু বছর পরেও নতুনের মতো থাকবে, কীভাবে বেনারসীর যত্ন করতে হয়?

  • 1/10

বাঙালি বিয়ে এবং সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বেনারসী শাড়ি। বেনারসীর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে আছে।    

  • 2/10

বেনারসে এই শাড়ি তৈরি হলেও, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাতেও জনপ্রিয় হতে শুরু করে। ধীরে ধীরে বাংলার তাঁতিরাও বেনারসী শাড়ি বুনতে শুরু করে। বেনারসী, অন্যান্য শাড়ির তুলনায় অনেকটা ভার শাড়িতে সোনালী ও রুপোলি জরির কারুকার্য করা থাকে। অত্যন্ত যত্ন করে তৈরি করা হয় এই শাড়ি। ফলে বেনারসি রাখতেও হয়, অনেক যত্নে। 

  • 3/10

অনেকেরই অজানা বেনারসী শাড়ির যত্ন কীভাবে নিতে হয়। জানুন কীভাবে যত্ন করলে, বিয়ের বহু বছর পরেও আপনার সখের শাড়িটি থাকবে একদম নতুন ও সুন্দর।  

Advertisement
  • 4/10

বেনারসী শাড়ি, আরও অন্যান্য বিভিন্ন ধরনের শাড়ির সঙ্গে মিলিয়ে মিশিয়ে রাখবেন না। শুধু তাই নয়, প্রত্যেক বেনারসী শাড়ি আলাদা আলাদা রাখুন। দুটি বেনারসী পাশাপাশি রাখলেও খেয়াল রাখতে হবে, যাতে একটি শাড়ির সঙ্গে অন্য শাড়িটি ঘষা না লাগে। এতে বেনারসী সিল্কের উপর ঘষা লাগে, শাড়ি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। 

  • 5/10

ভুলেও বেনারসী শাড়ি বাড়িতে কাচতে যাবেন না। অবশ্যই ভাল লন্ড্রিতে দিয়ে, শুধুই ড্রাই ক্লিনিং করতে হয় বেনারসী।

  • 6/10

ধাতব হ্যাঙারে ক্ষতি হতে পারে বেনারসী শাড়ির। চাইলে প্লাস্টিকের হ্যাঙারে রাখতে পারেন। এছাড়া সুতির কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন। 

  • 7/10

বেনারসী শাড়ি বাড়িতে ইস্ত্রি করতে হলে বিশেষ খেয়াল রাখতে হবে। সরাসরি না করে, সুতির কাপড় শাড়ির উপর রেখে ইস্ত্রি করুন।

Advertisement
  • 8/10

সুতির কাপড়ে বেনারসী শাড়ি মুড়িয়ে আলমারিতে রাখলে সবচেয়ে ভাল থাকে। তবে খেয়াল রাখবেন, সঠিক ভাঁজ করে রাখতে হবে। 

  • 9/10

বেনারসীতে দাগ লাগলে ডিটারজেন্ট দিয়ে ঘষবেন না। সেই স্থানে সামান্য পেট্রোলিয়াম জেলি লাগিয়ে, এরপর নেইলপলিশ রিমুভার ব্যবহার করতে পারেন এবং এরপর একটি টিস্যু পেপার দিয়ে জায়গাটি মুছে নিন। 

  • 10/10

বেনারসী শাড়ি কড়া রোদে রাখলে ক্ষতি হবে। শাড়ির উজ্জ্বলতা হারিয়ে যাওয়ার পাশাপাশি, জড়ির বা সুতোর কাজ কুঁচকে যেতে পারে। তাই ঘরে পাখার তলায় শুকিয়ে নেওয়াই ভাল।

Advertisement