Mayonnaise Eating Alert: চিপস-ফিঙ্গার কিংবা স্যান্ডুইচের সঙ্গে সুস্বাদু মেয়োনিজ খাওয়ার আগে জানুন...

Mayonnaise Eating Alert: যদি আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে চান, ভুলেও মেয়োনিজ খাবেন না। শরীরের রক্তচাপের মাত্রাও বাড়তে পারে। এতে প্রচুর পরিমাণে ওমেগা ৬ ফ্যাটি আছে, যা রক্তচাপ বাড়াতে পারে। ডায়াবেটিস রোগীদের খাওয়া ভালো নয় আবার রক্তে শর্করার মাত্রা বাড়াতেও সাহায্য করে মেয়োনিজ। তাই ডায়াবেটিস রোগীরা এটি খাবেন না। ডায়াবেটিস রোগীরা ভুলেও মেয়োনিজ খাবেন না। এতে তাদের শরীর খারাপ হতে পারে।

Advertisement
চিপস-ফিঙ্গার কিংবা স্যান্ডুইচের সঙ্গে সুস্বাদু মেয়োনিজ খাওয়ার আগে জানুন...চিপস-ফিঙ্গার কিংবা স্যান্ডুইচের সঙ্গে সুস্বাদু মেয়োনিজ খাওয়ার আগে জানুন...

Mayonnaise Eating Alert: মেয়োনিজ খেতে কমবেশি সকলেই ভীষণ ভালোবাসেন। তবে এই মেয়োনিজ খাওয়া কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো, নাকি ক্ষতিকর? বর্তমান সময়ে মেয়োনিজের চাহিদাও কিন্তু বাজারে বাড়ছে। কোনও খাবারের উপরে মেয়োনিজ ছড়িয়ে দিলে কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে। তবে এই মেয়োনিজ কিন্তু খুব ক্ষতিকর। এতে মনোসোডিয়াম, গ্লুটামেট থাকে। যা শরীরে গিয়ে খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টি করে। অনেক সময় এতে মাথাঘোরে, দুর্বলতার মতন সমস্যার সৃষ্টি হয়। তাই মেয়োনিজ খাওয়ার আগে সাবধান হোন আপনিও। না হলে বড় সমস্যা হবে আপনারও!

হার্টের সমস্যা
স্যান্ডউইচ মোমো, ফ্রেঞ্চ ফ্রাই, সিঙ্গারা, চিপস কিন্তু মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে এটি স্বাস্থ্যের জন্য খুব বিপদজ্জনক। এটি খাওয়ার জন্য আপনার ওজন বাড়তে পারে। হজমের সমস্যা হতে পারে। আবার খাবারে বিষক্রিয়াও হতে পারে। এর ক্ষেত্রে হার্টের নানান সমস্যা দেখা দেয়। আবার শরীরে অঙ্গে নানান সমস্যা দেখা দেয়।

কী দিয়ে তৈরি হয়?
মেয়োনিজ তেল, ডিমের কুসুম, লেবুর রস, ভিনেগার দিয়ে তৈরি করা হয়। তার সঙ্গে নুন, গোলমরিচ, সাদা সরষে, অন্যান্য মশলা দেওয়া হয়। তারপরে ঘন পেস্ট করা হয়। বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে মেয়োনিজ পাওয়া যায়। এতে কিন্তু অনেক ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে বহুদিন ধরে প্রিজারভেটিভ থাকে। যে কারণে এটি কিন্তু বিষক্রিয়ার সৃষ্টি হবে। 

ওজন বেড়ে যায়
যদি আপনি মেয়োনিজে প্রচুর খান, তাহলে আপনার ওজন বাড়তে থাকবে। ক্যালোরির পরিমাণ সবথেকে বেশি থাকে। যা খেলে মেয়েদের ওজন হু হু করে বাড়বে। তাই এর থেকে দূরে থাকুন। কোলেস্টেরলের মাত্রা বাড়বে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে মেয়োনিজ। এতে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। বাড়বে হৃদরোগে ঝুঁকি বাড়বে। এমনকী হার্ট অ্যাটাকের ঝুঁকিও হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।

রক্তচাপ বৃদ্ধি করে
যদি আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে চান, ভুলেও মেয়োনিজ খাবেন না। শরীরের রক্তচাপের মাত্রাও বাড়তে পারে। এতে প্রচুর পরিমাণে ওমেগা ৬ ফ্যাটি আছে, যা রক্তচাপ বাড়াতে পারে। ডায়াবেটিস রোগীদের খাওয়া ভালো নয় আবার রক্তে শর্করার মাত্রা বাড়াতেও সাহায্য করে মেয়োনিজ। তাই ডায়াবেটিস রোগীরা এটি খাবেন না। ডায়াবেটিস রোগীরা ভুলেও মেয়োনিজ খাবেন না। এতে তাদের শরীর খারাপ হতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement