Share Market News Today: রিলায়েন্সে লগ্নিকারীরা ৫দিনে কামালেন ৭০ হাজার কোটি, বাকিদের কী অবস্থা?

Share Market News Today: গত সপ্তাহে শেয়ার বাজারে আসা উত্থানের কারণে টপ টেন সবচেয়ে দামি কোম্পানির মধ্যে মার্কেট ক্যাপ কম্বাইন্ডভাবে ২.৩৪ লাখ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এই সময় বিএসসি সেন্সেক্স ব্যবসায়িক সপ্তাহে ১৬৫০.৭৩ বা ২ শতাংশের উত্থান রেজিস্টার করা হয়েছে।

Advertisement
রিলায়েন্সে লগ্নিকারীরা ৫দিনে কামালেন ৭০ হাজার কোটি, বাকিদের কী অবস্থা?রিলায়েন্সে লগ্নিকারীরা ৫দিনে কামালেন ৭০ হাজার কোটি, বাকিদের কী অবস্থা?

Share Market News Today: গত সপ্তাহে ভারতীয় শেয়ারবাজার ইন্ডিয়ান স্টক মার্কেট এ লগ্নিকারীরা, দুর্দান্ত রিটার্ন তুলে নিয়েছেন বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ শেয়ারওয়ালা সেন্সেক্সের টপ টেন কোম্পানির মধ্যে ৯ টি মার্কেট ভ্যালু দুর্দান্ত ভাবে লাফিয়ে  মোটা মুনাফা কামিয়েছে। রিলায়েন্সে লগ্নিকারীরা পাঁচ দিনেই ৭০ হাজার কোটি টাকা কামাই করে নিয়েছেন। মুকেশ আম্বানির কোম্পানি ছাড়া ভারতী এয়ারটেল এবং এইচডিএফসি ব্যাংকে যারা পয়সা লাগিয়েছিলেন তারা দুর্দান্ত কামাই করেছেন।

টপ-থ্রি কোম্পানির যাদের আয় সবচেয়ে বেশি ছিল
গত সপ্তাহে শেয়ার বাজারে আসা উত্থানের কারণে টপ টেন সবচেয়ে দামি কোম্পানির মধ্যে মার্কেট ক্যাপ কম্বাইন্ডভাবে ২.৩৪ লাখ কোটি টাকা বেড়ে গিয়েছে। এই সময় বিএসসি সেন্সেক্স ব্যবসায়িক সপ্তাহে ১৬৫০.৭৩ বা ২ শতাংশের উত্থান রেজিস্টার করা হয়েছে। মুনাফা লাভ করা কোম্পানিগুলির মধ্যে টপ থ্রি তে রিলায়েন্স (Reliance), ভারতীয় এয়ারটেল (Bharti Airtel), এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক রয়েছে। এছাড়া বাজাজ ফাইন্যান্স (Bajaj Finance), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI), এসবিআই (SBI), টিসিএস (TCS), এলআইসি (LIC) এবং এইচ ইউ এল (HUL) ভালো মুনাফা কামিয়ে নিয়েছে। শুধুমাত্র আইটি টাইকুন ইনফোসিস (Infosys) একমাত্র কোম্পানি, যারা লাভ ঘরে তুলতে পারেনি।

RIL-এল এর লগ্নিকারীরা দারুণ সময় কাটিয়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রির মার্কেট ক্যাপিটালাইজেশন গত সপ্তাহে ৫ দিনে লাফিয়ে ২০ লক্ষ ৫১ হাজার ৫৯০.৫১ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এই হিসাব ধরলে কোম্পানির লগ্নির এই সময়ে ৬৯ হাজার ৫৫৬ দশমিক ৯১ কোটি টাকা কামাই করেছে। মুনাফা লাভ করা টেলিকম কোম্পানি ভারতীয় এয়ারটেলের মার্কেট ক্যাপিটাল ৫১ হাজার ৮৬০.৬৫ কোটি টাকা এবং এইচডিএফসি-র মার্কেটে ভ্যালু ৩৭৩৪২.৭৩ কোটি টাকা বেড়েছে।

মার্কেট ভ্যালু হিসেবে দেশের দশটি সবচেয়ে বড় কোম্পানির মার্কেট ক্যাপিটাল এর মামলায় মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দাপট কায়েম রয়েছে এবং নাম্বার ওয়ান জায়গাতে তারা ধরে রেখেছেন।এরপরে ক্রমশ এসডিএফসি ব্যাঙ্ক, টিসিএস, ভারতীয় এয়ারটেল, আই সি আই সি আই ব্যাঙ্ক, এসবিআই, ইনফোসিস, এল আই সি, বাজাজ ফাইন্যান্স এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড রয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement