ভারতের ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা ফের শরণাপন্ন হলেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের। শ্রী হিত রাধা কেলী কুঞ্জ, বরাহঘাট আশ্রমে গেলেন। সেখানে তাঁরা আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের সঙ্গে সঙ্গে একান্তে দেখা করলেন। ভিডিওতে দেখা যায়, প্রেমানন্দ মহারাজ কোহলি-অনুষ্কাকে পরামর্শ দিচ্ছেন তাঁদের কাজকে 'ঈশ্বরের সেবার মতো' দেখার জন্য। তিনি বলেন, “আপনি আপনার কর্মক্ষেত্রকে ভগবানের সেবা হিসাবে দেখুন। গম্ভীর থাকুন। বিনম্র থাকুন। এবং নিয়মিত নাম জপ করুন।” ভিডিওটি ভজন মার্গের অফিসিয়াল ইন্সটাগ্রামে শেয়ার হতেই দ্রুত ভাইরাল হয়েছে। ভক্তরা কোহলি–অনুষ্কার আধ্যাত্মিক মনোভাব এবং মহারাজের শিক্ষাকে প্রশংসা করেছেন।