শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রা। বালতাল এবং পহেলগাঁও হয়ে বাবা বরফানির দর্শন করছেন পুণ্যার্থীরা। বাবা বরফানির প্রথম আরতির ভিডিও প্রকাশ্যে এসেছে। হর হর মহাদেব ধ্বনি দিয়ে এগিয়ে চলেছেন পুণ্যার্থীরা।