Vaatu Tips For Money: সিন্দুকে করুন ছোট্ট এই কাজ, ধন-সম্পদ উপচে পড়বে

Vaatu Tips For Money: টাকা পয়সা নিয়ে সমস্যা রয়েছে? জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে। পাওনা টাকা পাচ্ছেন না? চটজলদি সমস্যা মিটবে আর সিন্দুকে টাকা ভরা থাকবে। এই সমস্যা মেটাতে ১০ বাস্তু টিপস ম্যাজিকের মতো কাজ করবে। হাতেনাতে ফল। ট্রাই করে দেখুন...

Advertisement
সিন্দুকে করুন ছোট্ট এই কাজ, ধন-সম্পদ উপচে পড়বেসিন্দুকে করুন ছোট্ট এই কাজ, ধন-সম্পদ উপচে পড়বে

Vaatu Tips For Money: সিন্দুকে বা লকারকে ব্যবহার করে বাস্তুর কিছু টিপস দেব। যাতে সামান্য রদবদল করে আপনি আপনার সিন্দুক সদা-সর্বদা টাকা-পয়সা এবং সম্পত্তিতে ভরা রাখতে পারবেন। সিন্দুক কখনও খালি রাখবেন না।

ধন প্রাপ্তির জন্য এই উপায় করুন

প্রথম উপায়-শুক্রবার হলুদ কাপড়ে পাঁচটি কড়ি এবং অল্প কেশর মুড়িয়ে রুপোর কয়েনের সঙ্গে বেঁধে সিন্দুকে বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রাখুন। তার সঙ্গে একটু হলুদও রাখতে হবে পুঁটলি করে। কিছুদিনের মধ্যেই তার প্রভাব দেখতে পাবেন।

দ্বিতীয় উপায়-সিন্দুকে দশ টাকার নোটের একটি বান্ডিল রাখতে হবে। কিছু পিতল এবং তামার কয়েনও রাখুন। কিছু কয়েন নিজের পকেটে রাখুন। মনে রাখবেন যে এই কয়েন যেন জার্মান সিলভার বা অ্যালুমিনিয়ামের না হয়।

তৃতীয় উপায়-সিন্দুকে রাখুন পুজোর সুপারি। পুজোর গোটা সুপারি সিন্দুকে রাখতে হবে। সুপারিকে গৌরী-গণেশের রূপ বলে মনে করে অর্পণ করা হয়। পুজোর পরে সেই সুপারি সিন্দুকে রাখুন। মনে করা হয় যেখানে গণেশ অর্থাৎ বুদ্ধির অধিপতির বাস বাস থাকে, সেখানে মা লক্ষ্মীরও নিবাস হয়। সঙ্গে এতে ঘরে লক্ষ্মীর স্থায়ী নিবাস থাকে। লক্ষ্মী পুজোতে সুপারি রেখে সুপারির উপর লাল সুতো দিয়ে সিঁদুর ফুল চন্দন ইত্যাদি দিয়ে পুজা করুন এবং পুজোর পরে এই সুপারি সিন্দুকে রাখুন।

চতুর্থ উপায়-একটি অশ্বত্থ গাছের পাতা নিন এবং তার ওপরে দেশি ঘিয়ে মেশানো লাল সিঁদুর দিয়ে 'ওম' লিখুন। এটি সিন্দুকে অথবা টাকা-পয়সা রাখার জায়গায় রাখুন। এ রকম করে আপনাকে পাঁচ শনিবার করতে হবে এবং পাঁচটা পাতা যখন হয়ে যাবে, আপনার আর্থিক সমস্ত রকম বাধা কেটে যাবে।

পঞ্চম উপায়-হলুদ কড়ি পুষ্যা নক্ষত্র যেদিন সন্ধ্যায় লক্ষ্মী পুজো করুন। পুজোর সময় পুরনো রুপোর কয়েন এবং একটি কড়ি রেখে সেটিকে কেশর এবং হলুদ দিয়ে পুজো করুন। পুজোর পরে এটি সিন্দুকে রাখুন। আপনার সিন্দুক সব সময় পয়সায় ভরা থাকবে।

Advertisement

ষষ্ঠ উপায়-দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন। তন্ত্র-মন্ত্রতে দক্ষিণাবর্তী শঙ্খের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি ঘরের পুজো স্থানে বা সিন্দুকে রাখলে মা লক্ষ্মী স্বয়ং তার দিকে আকর্ষিত হন এবং ভিখারিকেও রাজা বানিয়ে দেন।

সপ্তম উপায়-ভূর্জপত্রে লাল চন্দন জলে গুলে সেটিকে কালির মত ব্যবহার করে অখন্ডিত সূর্য-পত্রে ময়ূরের পালক দিয়ে শ্রী লিখুন। এখন সেই ভূর্জপত্রটি সিন্দুকে রাখুন। কিছুদিনেই আপনি পার্থক্য বুঝতে পারবেন এবং আপনার পয়সা বাড়তে শুরু করবে।

অষ্টম উপায়-পুষ্যা নক্ষত্রের দিনশঙ্খপুষ্পীর শিকড় নিয়ে এটি দেবপ্রতিমার মত পুজা করুন এবং এর পরে রুপোর পাত্রে এটিকে প্রতিষ্ঠা করুন। এই পাত্রকে ধনের পেটি বা সিন্দুক বা যেখানে টাকা-পয়সা রাখেন, সেখানে রাখুন। এই উপায় লক্ষ্মীর কৃপা এনে দেয়। প্রত্যেক গুরু-পুষ্যার দিন শঙ্খপুষ্পীর শিকড় এবং রুপোর পাত্র বদলে দিন। প্রথম পাত্রটি জলে ভাসিয়ে দিতে হবে।

নবম উপায়-ঐশ্বর্য বৃদ্ধির যন্ত্র আর ধনদা যন্ত্র স্থাপন করুন। দুটির মধ্যে যে কোনও একটি যন্ত্র বিধি মেনে পুজো করুন এবং সেটিকে টাকা-পয়সা রাখার জায়গায় বা সিন্দুকে রেখে দিন। এতে আপনার সিন্দুক কখনও খালি থাকবে না এবং ধন সম্পদ দিয়ে ভরা থাকবে।

দশম উপায়-বহেড়ার শিকড় যোগাড় করুন। বহেড়া সহজ এবং সুলভ ফল। এই গাছ অনেক বড় হয়। রবি পুষ্যার দিন শিকড় বা পাতা নিয়ে তার পুজো করুন। এরপরে এটাকে লাল বস্ত্রে বেঁধে ভান্ডার গৃহ বা সিন্দুকে রেখে দিন। এই উপায় আপনার সমৃদ্ধি বৃদ্ধি করবে।

 

POST A COMMENT
Advertisement