বছরের প্রথম সূর্যগ্রহণ আজ। এই বছর সূর্যগ্রহণ শনি অমাবস্যার সংযোগে হতে চলেছে। শনিবার শনিদেব মীন রাশিতে গোচর করবে এবং আগামী আড়াই বছর এই রাশিতেই বিরাজিত থাকবেন। এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই এই গ্রহণের সূতক কাল বা গ্রহণ কাল নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। তবে সূর্যগ্রহণ ও শনি অমাবস্যার সংযোগের কারণে বাড়িতে কিছু কাজ করা থেকে বিরত থাকুন।
সূর্যগ্রহণ কখন লাগবে
শনি অমাবস্যার দিন সূর্যগ্রহণ ভারতীয় সময় দুপুর ২টো ২১ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যে ৬টা ১৪ মিনিটে শেষ হবে। এই গ্রহণ প্রায় ৩ ঘণ্টা ৫৩ মিনিট পর্যন্ত চলবে। যদিও এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তাই এর সূতক কালও গণ্য করা হবে না।
নতুন কাজ
শনি অমাবস্যার সংযোগের সময় সূর্যগ্রহণ, তাই কোনও নতুন কাজ শুরু করবেন না। ব্যবসায় বিনিয়োগ, বাড়ি তৈরির মতো গুরুত্বপূর্ণ নির্ণয় খুব সাবধানে নেবেন। সবচেয়ে ভাল হয় যে এই ধরনের সিদ্ধান্ত থেকে কিছুদিন দূরেই থাকুন।
বিয়ে সংক্রান্ত কাজকর্ম
শনি অমাবস্যার সংযোগে সূর্যগ্রহণে বিবাহ সংক্রান্ত কোনও কাজ করবেন না। গৃহপ্রবেশ বা যে কোনও ধরনের শুভ কাজ এইদিন না করাই ভাল। বিশ্বাস করা হয় যে শুভ বা মাঙ্গলিক কাজের ওপর সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব পড়ে।
মাংস-মদ ছোঁবেন না
এইদিন মাংস, মদ বা অন্য কোনও নেশার বস্তু সেবন করা অশুভ বলে মনে করা হয়। এইদিন নিরামিষ খাবার খাওয়া ভাল বলে মনে করা হচ্ছে।
চুল, নখ আর দাড়ি কাটবেন না
সূর্যগ্রহণের দিন চুল কাটা, দাড়ি-গোঁফ কাটা বা নখ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এইদিন শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন আর স্নানের পর কোনও শুভ কাজ করুন।
লড়াই-ঝগড়া
এইদিন বাড়িতে লড়াই-ঝগড়া বা অশান্তি করবেন না। অন্যদের সঙ্গে কোনও তর্ক-বিতর্কে জড়াবেন না। এইদিন ঝগড়া করলে পরিস্থিতি বিগড়াতে পারে আর জীবনে না চাইতেও কঠিনতার সম্মুখীন হতে পারেন।
বড়দের অপমান
এইদিন মা-বাবা বা অন্য কোনও গুরুজনদের প্রতি কোনও খারাপ শব্দ ব্যবহার করবেন না। এরকম করলে শনিদেবের কৃপা আটকে যাবে আর আপনার জীবনে একাধিক বাধা দেখা দেবে।