বৃহস্পতি জ্ঞানের কারক। তারা ধর্মের প্রতিও আগ্রহ বাড়ায় এবং সুখী দাম্পত্য জীবন দেয়। সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য দেয়। তাই কোষ্ঠীতে বৃহস্পতি শুভ থাকলে সৌভাগ্য হয়। যদি গুরু অশুভ হয় তবে ব্যক্তি তার শিক্ষা সম্পূর্ণ করতে সক্ষম হয় না, তাকে তার পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে হয় এবং জীবনে সফলতা পায় না। জানুন অশুভ বৃহস্পতির লক্ষণ কী এবং বৃহস্পতিকে শক্তিশালী করতে কী কী ব্যবস্থা নেওয়া উচিত।
খারাপ বা দুর্বল গুরুর লক্ষণ
- বৃহস্পতি দূর্বল হলে সেই ব্যক্তির কোনও কাজে সৌভাগ্য হয় না। তিনি বারবার ব্যর্থতার মুখোমুখি হন।
- কঠোর পরিশ্রম করেও কেরিয়ারে কোনও অগ্রগতি নেই। সুযোগ হাতছাড়া হয়ে যায়।
- পড়াশোনায় বাধা থাকে। পড়তে ভালো লাগে না। শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়।
- অর্থ ক্ষতি হয়। অর্থ উপার্যনে অসুবিধার সম্মুক্ষীণ হয়।
- বিয়ে করতে অনেক সমস্যা হয়। বারবার সম্পর্ক ভেঙে যায় কিংবা জীবনসঙ্গী খুঁজে পান না।
- পেট সংক্রান্ত সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বদহজমও দুর্বল বৃহস্পতির লক্ষণ। এ ছাড়া চোখ, কান ও ফুসফুসের সমস্যাও হতে পারে।
বৃহস্পতিকে শক্তিশালী করার উপায়
- বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহ সংক্রান্ত হলুদ জিনিস দান করুন। যেমন- সোনা, হলুদ, ছোলা, হলুদ ফল ইত্যাদি ছাড়াও পুজোর সামগ্রী বা পড়াশোনা সংক্রান্ত জিনিস দান করুন।
- বৃহস্পতিবার লক্ষ্মী নারায়ণের পুজো করুন। সম্ভব হলে বৃহস্পতিবার উপোস করুন।
- বৃহস্পতিবার জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করলে বিবাহের সম্ভাবনা বাড়ে।
- বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন। একটি ঘি প্রদীপ জ্বালান। আর বৃহস্পতিবার নিজে কলা খাবেন না।
- প্রতিদিন হলুদ চন্দন বা কেশরের তিলক লাগিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং তারপর নিজের গায়ে তিলক লাগান। কাজে সাফল্য পেতে শুরু করবেন। সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে।