ফিল্মি কায়দায় এবার গরু পাচার, তবে হল না শেষ রক্ষা। গ্যাস ট্যাঙ্কারে করে গরু পাচার করতে গিয়ে শিলিগুড়ি মহকুমার ডাঙাপাড়া এলাকা থেকে ১৬টি গরুর সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ডাঙাপাড়াতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি গ্যাস ট্যাঙ্কার আটক করা হয়। আর সেই গ্যাস ট্যাঙ্কার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। এরপরেই ট্যাঙ্কারের চালক খুনসুদ খানকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের সামলী জেলার বাসিন্দা। এবং উদ্ধার হওয়া গরুগুলি বিহার থেকে আনা হয়েছিল ধুপগুড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এবং সেখান থেকেই আসাম হয়ে বাংলাদেশের পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।