Advertisement

Raniganj Theft Case: রানিগঞ্জের মন্দিরে চুরির রহস্যের কিনারা করল পুলিশ, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

আসানসোলের রানিগঞ্জে জোড়া গোপাল ও অ্যান্টিক কয়েন চুরির কিনারা করল পুলিশ। জানা যায়, গত ২৬ তারিখ নাগাদ রানিগঞ্জের অন্নপূর্ণা লেনে শ্রীরাম মিশ্র নামে এক ব্যক্তির বাড়ির মন্দির থেকে চুরি যায় জোড়া গোপাল, কাঁসা ও পেতলের দামি বাসনপত্র সহ কিছু প্রাচীন মুদ্রা। তারপরই রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। ঘটনার তদন্তে নেমে রানিগঞ্জের টিকিয়াপাড়ার বাসিন্দা ইরশাদ শেখকে গ্রেফতার করে পুলিশ। এরপর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে সুকান্ত উদ্যান লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র।

Advertisement
POST A COMMENT