নবদ্বীপে পাচার হওয়ার আগে বিপুল পরিমাণ গাজা উদ্ধার করল কৃষ্ণনগর পুলিশ জেলার এসওজি ও নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি থেকে নবদ্বীপ যাওয়ার পথে নদিয়ার নাকাশিপাড়া থানার সোনাডাঙা ১২ নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগর পুলিশ জেলার এসওজি ও নাকাশিপাড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করে। আর সেই গাড়ি থেকেই উদ্ধার হয় ৬০ কেজি গাঁজা। পাশাপাশি গাঁজা পাচারকারী আব্দুল সাত্তার শেখকেও গ্রেফতার করে নাকাশিপাড়া থানার পুলিশ। এদিকে গ্রেফতার হওয়ার আগে অভিযুক্ত নিজেই জানান এর আগেও একবার ধরা পড়েছিলেন তিনি। এবার নসিব খারাপ থাকায় ফের ধরা পড়লেন।