Advertisement

ATM ভেঙে টাকা ভর্তি বাক্স নিয়ে যাচ্ছিল ডাকাতরা, ধরা পড়তেই... VIDEO VIRAL

বল্লারিতে এক দুঃসাহসিক ঘটনায় টহলরত পুলিশ কর্মীরা হাতেনাতে ধরে ফেললেন এক এটিএম ডাকাতকে। সিসিটিভিতে ধরা পড়েছে ঘটনাটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের বাসিন্দা ভেঙ্কটেশ নামের ওই অভিযুক্ত অ্যাক্সিস ব্যাঙ্কের কালাম্মা সার্কেলের এটিএম-এর ক্যাশ বাক্স নিয়ে পালানোর চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে এএসআই মল্লিকার্জুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটকান। সেই সময় অভিযুক্ত পুলিশকর্মীর উপর আক্রমণ করার চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই অতিরিক্ত পুলিশকে খবর দেওয়া হয়। কনস্টেবল নিংগাপ্পা এসে মল্লিকার্জুনকে সহায়তা করেন এবং অভিযুক্তকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জেলা পুলিশ সুপার শোভরানি এই সাহসী ও দ্রুত পদক্ষেপের জন্য এএসআই মল্লিকার্জুন ও কনস্টেবল নিংগাপ্পাকে প্রশংসা ও সম্মান জানান।

Advertisement
POST A COMMENT