Belgharia Expressway Shootout: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

সাতসকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। জানা যায়, গুলিবিদ্ধ মৃত ব্যক্তি প্রোমোটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মৃতের নাম এনায়েতুল্লাহ ওরফে রেহান (৩৮)। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে। তাঁর মাথায় গুলির ক্ষত পাওয়া গেছে বলে জানা গেছে। তিনি তৃণমূল কাউন্সিলর দেবযানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে স্থানীয়দের সূত্রে খবর।

Advertisement
বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মীপ্রতীকী ছবি

সাতসকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। জানা যায়, গুলিবিদ্ধ মৃত ব্যক্তি প্রোমোটিংয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মৃতের নাম এনায়েতুল্লাহ ওরফে রেহান (৩৮)। ঘটনাস্থল থেকে একটি মদের বোতল উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে। তাঁর মাথায় গুলির ক্ষত পাওয়া গেছে বলে জানা গেছে। তিনি তৃণমূল কাউন্সিলর দেবযানি মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে স্থানীয়দের সূত্রে খবর। কী কারণে রেহানকে খুন? তদন্তে পুলিশ।  

বুধবার সকালে রাজীবনগর এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতেন দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এলে দেহ উদ্ধার করে তাকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ব্যক্তি তৃণমূলের সক্রিয় কর্মী ছিল বলে জানা যায়।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রেহানকে রাত সাড়ে ১২টা পর্যন্ত রাস্তায় দেখা যায়। বাড়ির পাশেই গভীর রাত পর্যন্ত মদ্যপান করছিল সে। তারপরই পিছন থেকে গুলি করা হয়। 

প্রোমোটারির পাশাপাশি সে তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন তিনি। মঙ্গলবার মদের আসরে তাঁর সঙ্গে আর কেউ ছিল কিনা তদন্ত করছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার হয়নি। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। 

স্থানীয়দের দাবি, প্রোমোটারি সংক্রান্ত কোনও কথা কাটাকাটির জেরে খুন হয়ে থাকতে পারে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
 

POST A COMMENT
Advertisement