ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী নিয়ে বায়োপিক তৈরি হতে চলেছে। সেলুলয়েডে কাকে দেখা যাবে সৌরভের ভূমিকায়? কবে আসছে বায়োপিক? মহারাজ ভক্তদের মনে গত কয়েক মাস ধরে ঘুরছিল নানা প্রশ্ন। অবশেষে জানা যায়,পর্দায় সৌরভ রূপে ধরা দেবেন রাজকুমার রাও। এবার প্রশ্ন উঠছে, তাহলে সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কাকে দেখা যাবে? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
আগে শোনা গিয়েছিল পর্দায় ডোনা রূপে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরিকে। তবে এবার ইন্ডাস্ট্রির মধ্যে শুরু হয়েছে নয়া চর্চা। টলিপাড়ায় খবর ছড়িয়েছে, এবার নাকি ডোনা রূপে দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে। ইতিমধ্যেই নাকি এই চরিত্রে অভিনয় করার জন্যে প্রস্তাব গিয়েছে মিমির কাছে। তবে প্রযোজনা সংস্থার সঙ্গে নায়িকার কথাবার্তা হলেও, এখনও নাকি তিনি নিশ্চিত করেননি, একটু সময় চেয়েছেন। খবরটি নিশ্চিত করতে, বাংলা ডট আজতক ডট ইন-এর তরফে যোগাযোগ করা হয়েছিল মিমি চক্রবর্তীর সঙ্গে। তবে তাঁর ফোন বেজে গিয়েছে।
অন্যদিকে লন্ডনে বসে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট দেখতে দেখতেই, এপ্রসঙ্গে ডোনা জানান, "আমি এবিষয়ে এখনও কিছু জানি না।" পর্দায় ডোনাকেই কি দেখা যাবে নিজের চরিত্রে? এর আগে ঘনিষ্ঠমহলকে এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, "করতে পারতাম, কিন্তু বয়সটা কমাব কী করে....?"
প্রসঙ্গত, সব ঠিক থাকলে, এবছর জুলাই মাস থেকেই নাকি শ্যুটিং শুরু হবে এই বায়োপিকের এবং ছবিটি মুক্তি পাওয়ার কথা চলতি বছর ডিসেম্বর মাসে। সৌরভ গঙ্গোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় ক্রিকেটার নয়, বিশ্ব ক্রিকেটের ময়দানেও তিনি খুব পরিচিত একটি নাম। তাই বায়োপিকে কোনও রকম ত্রুটি রাখতে চাইছেন না নির্মাতারা। এই মুহূর্তে ছবির প্রি-প্রোডাকশন, গল্প এবং চিত্রনাট্যে নিয়ে চলছে জোরদার প্রস্তুতি।