টলিউডের অত্যন্ত পরিচিত মুখ রোশনি ভট্টাচার্য। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা ও ওটিটি-তেও কাজ করছেন অভিনেত্রী। সোস্যাল মিডিয়াতেও খুবই জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর ২ লক্ষ ১৬ হাজারের বেশি ফলোয়ার্স সংখ্যা। আর সেখানে উঁকি মারলেই ধরা পড়ে পর্দার জগদম্বার একেবারে অন্য রকম লুক। কাজের থেকে ছুটি নিয়ে প্রায়ই ঘুরতে যান রোশনি। নিজের সোশ্যাল পেজে ভ্যাকেশনে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
রোশনির এবারের ডেস্টিনেশন থাইল্যান্ড। ফুকেটের পাটং বিচ থেকে কিছু ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সমুদ্র সৈকতে তিনি ধরা দিলেন মনোকিনিতে। ছবিতে দেখা যাচ্ছে জলকেলিতে ব্যস্ত সিক্ত নায়িকা। সাদা রঙের উপর রঙিন ফ্লোরাল প্রিন্টের বিচওয়্যার বেছে নিয়েছেন রোশনি নিজের জন্য। তাঁর বোল্ড লুকে মন মজেছেন নেটিজেনদের। প্রশংসা- ভালোবাসায় ভরাচ্ছেন সকলে। যদিও এই প্রথম নয়, রোশনির সোশ্যাল মিডিয়া পেজে ঢুঁ মারলেই দেখা যাবে যে, নায়িকার একাধিক বোল্ড অবতারের ছবি রয়েছে। কখনও বিকিনি আবার কখনও বা মনোকিনিতে ঝড় তুলছেন রোশনি।
টেলিভিশনে কাজ করার আগে থিয়েটার করতেন রোশনি ভট্টাচার্য। 'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে জগদম্বা চরিত্রেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান তিনি। মেগা সিরিয়ালে রাসমণির মেয়ে জগদম্বা রূপে দেখা যায় তাঁকে। 'গোধূলি আলাপ' ধারাবাহিকে রোহিণী চরিত্রে অভিনয় করেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'অতি উত্তম'- এও অভিনয় করেছেন। পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতি'-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। 'তেঁতুলপাতা' ধারাবাহিকেও কাজ করছেন তিনি।
প্রসঙ্গত, সেন্ট জেভিয়ার্স থেকে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন রোশনি। কলেজে পড়ার সময় সৃজিত মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে অল্প কয়েকদিনের জন্য কাজ করেছিলেন। সে সময় 'জুলফিকর'-র শ্যুটিং চলছিল। তবে পড়াশোনা শেষ করতে ফ্লোর থেকে কলেজে ফেরেন অভিনেত্রী। পরে সৌন্দর্য প্রতিযোগিতা ও বিজ্ঞাপনের মাধ্যমে কেরিয়ার শুরু করেন।