Dev- Subhashree Dhumketu: ফের বিশ বাঁও জলে দেব- শুভশ্রীর 'ধূমকেতু'-র মুক্তি? খোলসা করলেন রানা

Tollywood News: মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের 'ধূমকেতু'? এই প্রশ্ন বেশ কয়েক দিন ধরেই ঘুরছিল নেটমাধ্যমে। আশার আলো দেখে, সোশ্যাল মিডয়ায় রীতিমতো উদযাপন শুরু করেছিলেন দেব- শুভশ্রীর ভক্তরা।

Advertisement
ফের বিশ বাঁও জলে দেব- শুভশ্রীর 'ধূমকেতু'-র মুক্তি? খোলসা করলেন রানা দেব- শুভশ্রী (ছবি ফেসবুক)

অবশেষে নানা জট কেটে, ১৬ মে মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের 'ধূমকেতু'? এই প্রশ্ন বেশ কয়েক দিন ধরেই ঘুরছিল নেটমাধ্যমে। আশার আলো দেখে, সোশ্যাল মিডয়ায় রীতিমতো উদযাপন শুরু করেছিলেন দেব- শুভশ্রীর ভক্তরা। জল্পনা শুরু হয়, ছবির প্রযোজক রানা সরকারের পোস্ট থেকে। এবার সকলের সব প্রশ্নের উত্তর মিলল প্রযোজকের পোস্ট থেকেই।     

টলিপাড়ার এক সময়ের অন্যতম জনপ্রিয় জুটির অনুগামীদের জন্য দুঃসংবাদ। এখনই মুক্তি পাচ্ছে না 'ধূমকেতু'। উল্টে সেদিন মুক্তি পাবে রানা প্রযোজিত অন্য একটি ছবি। ১৬ মে মুক্তি পাচ্ছে সৌরভ পালোধী পরিচালিত ছবি 'অঙ্ক কি কঠিন'। ইতিমধ্যেইগোয়া চলচ্চিত্র উৎসব-সহ, আরও  একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত ছবিটি। ফলে বলা যায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'ধূমকেতু'-র মুক্তি এখন কিছুটা বিশ বাঁও জলে। যদিও সংবাদমাধ্যমকে রানা বলেন, মে মাসে মুক্তি না পেলেও  'ধূমকেতু' পরে মুক্তি পাবে।

 

২০১৫-র অক্টোবর মাসে শ্যুটিং শুরু হয়েছিল দেব- শুভশ্রী অভিনীত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত  ছবি 'ধুমকেতু'-র। মাঝে কেটে গেছে প্রায় এক দশক। সময়, পরিস্থিতি সবটাই পাল্টেছে। দুই অভিনেতার অনুগামীরা মাঝেই মধ্যেই ছবি নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন সোশ্যাল মিডিয়ায়। প্রযোজক রানা সরকার মাঝে মধ্যেই সকলকে আশা দেন, ছবি নিয়ে নানা পোস্ট করে। সম্প্রতি সেরকমই কিছু পোস্টের পর থেকে ফের জোর চর্চা হয় এই ছবি নিয়ে।  

 

দেবের অফিসে গিয়ে তাঁর সঙ্গে একটি ছবি লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রানা। ক্যাপশনে লেখেন, "এখন না হলে কখনও না..."। এই পোস্টের সঙ্গে তিনটি হ্যাশট্যাগ দিয়েছিলেন রানা। ধুমকেতু, দেব ও শুভশ্রী। যা দেখে ফের নতুন করে আশায় করেন দেব- শুভশ্রী ভক্তরা।  শুধু এখানেই থেমে থাকেননি তিনি। কোনও ব্যক্তির সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে লেখা ছিল ১৬ মে মুক্তি পাবে...। যা দেখে অনেকেই ভাবছেন তাহলে হয়তো শেষমেশ ১৬ মে মুক্তি পাবে 'ধুমকেতু'। যদিও এই নিয়ে দেব বা শুভশ্রী কেউই মুখ খোলেননি।         

Advertisement

'ধুমকেতু' ছবিতে শেষ বার জুটি বাঁধেন দেব- শুভশ্রী। ছবির যাবতীয় কাজ আগেই শেষ। শুধু দেবের ডাবিং বাকি রয়েছে। যদিও বিভিন্ন কারণে সেই ছবি এখনও মুক্তি পায়নি। এদিকে দুই তারকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন  ছবির জন্য। গত বছরও এই বহু প্রতীক্ষিত ছবিটির মুক্তির জন্য রানা দর্শকের উদ্দেশ্যে বিশেষ শর্ত দিয়েছেন। ফেসবুক পোস্টে রানা লিখেছিলেন, "ধুমকেতু রিলিজ় হবে... ‘খাদান’ আর ‘সন্তান’, দুটো সিনেমাই হিট হলে। দেব এবং শুভশ্রী দু'জনকেই হিট করাতে হবে।" দুই ছবিই সফল। তাহলে কি এবার মুক্তি পাবে 'ধুমকেতু'? 

ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যায়, 'ধুমকেতু-র শ্যুটিংয়ের পর দেবের সঙ্গে রানা সরকারের কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয়। যার ফলে ছবিটি আর প্রেক্ষাগৃহ অবধি পৌঁছায়নি। এছাড়াও, ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হলেও, ছবি মুক্তি না-পাওয়ার কারণে তা নিয়েও যে জটিলতা তৈরি হয়, যা এখনও মেটেনি। সংবাদমাধ্যমকে রানা বলেন, দেবের সঙ্গে তাঁর এই নিয়ে অনেক বার কথা হয়েছে এবং অভিনেতা ছবিটার মুক্তি নিয়ে আশাবাদী। প্রযোজক জানান, দু'পক্ষ চাইলেই সমস্যা মিটে যাবে।  আসলে কী ঘটতে চলেছে, তা সময়ই বলবে। 
 

POST A COMMENT
Advertisement