
টলিপাড়ায় মনামীকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। নিজের অভিনয়ের জেরে ইন্ডাস্ট্রিতে পা জমিয়ে ফেলেছেন অভিনেত্রী।

বাড়িতে বরাবরই সব ধরনের পুজোর আয়োজন করে থাকেন মনামী। কালীপুজোও হয় তাঁর বাড়িতে।

এবার তারাপীঠে মাকে নিয়ে পুজো দিতে গেলেন নায়িকা।

মনামীকে দেখা গেল সাদা রঙের শাড়ি ও ব্লাউজে। কপালে লাল রঙের টিকা।

নিজেই মাথায় করে মায়ের জন্য ভোগ নিয়ে গেলেন মনামী।

সিঁড়ি ভেঙে খুব সাবধানে মায়ের জন্য ভোগ নিয়ে আসছেন নায়িকা। সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি।

কী কী ছিল মায়ের ভোগে? পোলাও, পাঁচ রকমের ভাজা, মাছ ভাজা, মাছের মাথা, তরকারি, পায়েস, পাকা আম।

মাকে নিয়েই তারাপীঠে মায়ের কাছে এসেছেন মনামী।

পুজো দেওয়ার পর মনামী সকলের সঙ্গে ছবি তোলার আবদারও রাখেন।

মনামী এইসব ছবি ও ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন মায়ের ডাকে সাড়া দিতে।