Advertisement
মনোরঞ্জন

Shefali Jariwala: পুজোর উপোস ছিল, তারপরেও শেফালির শরীরে কীসের ইনজেকশন? ঘনাচ্ছে রহস্য

মৃত্যুর আগে অনেকক্ষণ কিছু খাননি
  • 1/10

শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে অন্য রহস্য ঘনাচ্ছে। ইতিমধ্যেই শেফালির অ্যান্টি-এজিং ওষুধ খাওয়ার একটি তত্ত্ব উঠে এসেছে। অভিনেত্রী কী কী ওষুধ খেতেন, তার তালিকা ডাক্তারদের কাছে চাইল মুম্বই পুলিশ। মৃত্যুর আগে অনেকক্ষণ কিছু খাননি। পুজোর জন্য উপোস পালন করেছিলেন। কারণ, তাঁর পেটে কোনও খাবার মেলেনি। একেবারে খালি পেট।
 

শরীরে নিয়েছিলেন গ্লুটাথায়ন ইনজেকশন
  • 2/10

মুম্বই পুলিশ সূত্রের খবর, শেফালির বাড়িতে দুটি বাক্স ভর্তি ওষুধ পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত্যুর দিন পুজো উপলক্ষে উপবাস করেছিলেন শেফালি। মানে একেবারেই খালি পেটে ছিলেন। অথচ সেই অবস্থায় শরীরে নিয়েছিলেন গ্লুটাথায়ন ইনজেকশন—যা মূলত এক ধরনের স্কিন গ্লো ও অ্যান্টি-এজিং মেডিসিন হিসেবে পরিচিত। পুলিশের দাবি, বাড়ি থেকে পাওয়া গিয়েছে দুটি বড় ওষুধের বাক্স—যার মধ্যে রয়েছে গ্লুটাথায়নের ইনজেকশন এবং আরও কিছু স্কিন রিলেটেড ট্যাবলেট।
 

 শরীরে গ্লুটাথায়ন ইনজেক্ট
  • 3/10

ডাক্তারদের সন্দেহ, উপবাসের জন্য শেফালির রক্তচাপ (ব্লাড প্রেসার) খুব কমে গিয়েছিল। সেই অবস্থায় শরীরে গ্লুটাথায়ন ইনজেক্ট করায় হঠাৎ করে হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে, যা কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হতে পারে। তবে, ডাক্তারদের কথায় এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট হাতে না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না মৃত্যুর আসল কারণ।

Advertisement
গুরুত্ব দেওয়া হচ্ছে মেডিক্যাল অ্যাঙ্গেলকে
  • 4/10

পুলিশ জানিয়েছে, শেফালির মৃত্যুকে ঘিরে এখন পর্যন্ত কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। মানে, আত্মহত্যা বা খুনের সম্ভাবনা আপাতত নাকচ করা হয়েছে। তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মেডিক্যাল অ্যাঙ্গেলকে। মুম্বই পুলিশের এক অফিসার জানিয়েছেন, 'আমরা ওঁর ব্যবহার করা সমস্ত ওষুধ সংগ্রহ করেছি। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। আপাতত সবদিক খতিয়ে দেখা হচ্ছে।'

বাড়িতেই ছিলেন তাঁর স্বামী
  • 5/10

শেফালির মৃত্যুর সময় বাড়িতেই ছিলেন তাঁর স্বামী, অভিনেতা পরাগ ত্যাগী। তিনিই স্ত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে গিয়ে শুনতে হয়েছে মৃত্যুর খবর।

সোশ্যাল মিডিয়ায় শোকস্তব্ধ অনুরাগীরা
  • 6/10

পরাগ ত্যাগী এখনও এই বিষয়ে কোনও প্রকাশ্য বিবৃতি দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় শোকস্তব্ধ অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন—একটি ইনজেকশন কীভাবে এত বড় বিপদ ডেকে আনল?

পোস্টমর্টেম রিপোর্ট আসার অপেক্ষা
  • 7/10

পুলিশ জানিয়েছে, আপাতত পোস্টমর্টেম রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। রিপোর্ট হাতে আসলেই জানানো হবে, মৃত্যুর আসল কারণ কী। পাশাপাশি, শেফালি যে ওষুধগুলি নিচ্ছিলেন সেগুলি আদৌ ডাক্তারি পরামর্শে ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
 

Advertisement
উপবাস, ইনজেকশন আর হৃদরোগ
  • 8/10

শেফালি জরিওয়ালার হঠাৎ মৃত্যু নাড়িয়ে দিয়েছে বিনোদন জগতকে। ‘কাঁটা লাগা’ দিয়ে যিনি রাতারাতি বিখ্যাত হয়েছিলেন, আজ তিনি নেই। শুধু থেকেই গেল একরাশ প্রশ্ন—উপবাস, ইনজেকশন আর হৃদরোগ, এর মধ্যে কোথায় ফাঁক ছিল?
 

‘কাঁটা লাগা’ গানের সেই চেনা মুখ
  • 9/10

‘কাঁটা লাগা’ গানের সেই চেনা মুখ। টেলিভিশনের পর্দায় ‘নচ বলিয়ে’ আর ‘বিগ বস ১৩’-এর স্মৃতি। কিন্তু আচমকা, ২৭ জুন রাতে নিজের মুম্বইয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালি জরিওয়ালাকে।

একের পর এক তথ্য, যা অবাক করে দিচ্ছে সকলকেই
  • 10/10

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি আর নেই। বয়স মাত্র ৪২। আপাতত মৃত্যুর কারণ নিয়ে পুলিশের তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য, যা অবাক করে দিচ্ছে সকলকেই।

Advertisement