জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ (The Family Man)-এর তৃতীয় সিজন আসছে ২১ নভেম্বর। আজ অর্থাত্ মঙ্গলবার নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, নতুন সিজনটি একসঙ্গে ভারতসহ ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে দেখা যাবে Amazon Prime Videoতে।
Mr. Bean Returns: মিস্টার বিনকে মনে আছে? নব্বইয়ের দশক, ২০০০ এর শুরুর দিকে টিভি জগতের অন্যতম পরিচিত চরিত্র। ব্রিটিশ অভিনেতা রোওয়ান অ্যাটকিনসনের এই চরিত্র আজও অনেকের মনে অটুট।