ইন্ডিয়া টুডে কনক্লেভের(India Today Conclave) প্রথমদিন মঞ্চে হাজির হন বলিউড সুপারস্টার আমির খান। ১৪ মার্চ আমির খান ৬০ বছরে পা দেবেন। আর তার আগে কনক্লেভের মঞ্চে লাইট, ক্যামেরা, আমির: থ্রি ডিকেডস অফ অফ সুপারস্টার সেশনে এসে আমির খান তাঁর জীবন, কেরিয়ার, সন্তান ও সিনেমা সহ অন্য বিষয়ের ওপরও কথা বলেন। কনক্লেভের মঞ্চে আমিরকে জিজ্ঞাসা করা হয় দেশে কি অতি জাতীয়তাবাদের যুগ চলছে? আমির এই প্রশ্নের উত্তরে কী বললেন জানুন।