ইন্ডিয়া টুডে কলক্লেভের প্রথম দিনে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা- প্রযোজক আমির খান। আমির খানকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। নিজের অভিনয় দক্ষতায় গত পাঁচ দশকের বেশি সময় ধরে সকলের মন জয় করছেন তিনি। নিজে 'পারফেকশনিস্ট' হলেও, ব্যক্তিগত জীবনে তাঁর সব কিছু 'পারফেক্ট' নয়। দু'বার বিয়ে করেও ভেঙেছে সংসার। তবে এখন আর তা নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর।