আলোচনায় থাকেন উরফি জাভেদ। তাঁর যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিপুল। ছোট পর্দার মাধ্যমেই বিনোদন জগতে পা রাখেন। উরফি মানেই নিত্যনতুন চমক। তবে হঠাৎই নেটমাধ্যমে সক্রিয় থাকেন না 'সোশ্যাল মিডিয়া সেনসেশন'- উরফি। হঠাৎ কী হল? এই নিয়ে চিন্তায় ছিলেন অনেকেই। অবশেষে নিজেই সবটা জানালেন অভিনেত্রী।
মন ভাল নেই উরফির। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে গিয়ে বাধা আসছে বারবার। নিজের স্বপ্ন পূরণে বেশ বেগ পেতে হচ্ছে। সোশ্যাল পেজে নিজেই জানালেন মন ভাল নেই তাঁর। বুধবার একটি পোস্ট করে উরফি ক্যাপশনে লিখেছেন, "প্রত্যাখ্যান তোমাকে সংজ্ঞায়িত করে না। সেই পরিস্থিতি তোমায় তৈরি করে। বন্ধুরা, আসুন আমরা সবাই আমাদের প্রত্যাখ্যানের গল্পগুলো শেয়ার করি এবং একে অপরকে অনুপ্রাণিত করি।"
সময়টা খুব খারাপ যাচ্ছে উরফি জাভেদের। পোস্টে তিনি লিখেছেন, "আমি কিছু আপলোড করছি না বা কোথাও দেখা যাচ্ছিল না আমায়। কারণ আমি একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমার ব্যবসা ভাল যাচ্ছিল না। আমি বিভিন্ন ধরণের চেষ্টা করেছিলাম কিন্তু প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলাম। কানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু ভাগ্যের ইচ্ছায় আমার ভিসা প্রত্যাখ্যান করা হয়....।"
মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। এর আগেও জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে গিয়ে বাধা এসেছে। সেকথাও নিজেই শেয়ার করেছিলেন তিনি। নিজের একটি পোশাকের ব্র্যান্ড শুরু করার কথা ছিল তাঁর। একথা প্রায় সকলেরই জানা। কেরিয়ারের নতুন এই দিকের জন্যে খুবই ব্যস্ত ছিলেন তিনি। শুধু তাই নয়, নিজের ব্র্যান্ডের একটি বড় লঞ্চের পরিকল্পনা করেছিলেন উরফি। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় একেবারে শেষ মুহূর্তে। তাঁর সহ-প্রতিষ্ঠাতা প্রোজেক্টটি থেকে পিছিয়ে আসেন।
প্রসঙ্গত, শিরোনামে থাকেন উরফি জাভেদ। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি। কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোশাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। এমনকী প্রপসের তালিকায় রয়েছে ঘড়ি, ব্লেড, কাঁচ, ব্যান্ডেজ, সফট টয়েজ, পেরেক থেকে শুরু করে আরও রকমারি জিনিস।