Laapata Ladies Controversy: আরবি ছবির হুবহু নকল অস্কার মনোনীত 'লাপাতা লেডিস'? চরম কটাক্ষের মুখে কিরণ

Laapata Ladies- Kiran Rao: ২০২৫-এ অস্কারের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে কিরণ রাওয়ের এই ছবি। ফের শিরোনামে 'লাপাতা লেডিস'। সোশ্যাল মিডিয়া জুড়ে ভরেছে মিম, ট্রোলিংয়ে।

Advertisement
আরবি ছবির হুবহু নকল অস্কার মনোনীত 'লাপাতা লেডিস'? চরম কটাক্ষের মুখে কিরণ

কিরণ রাওয়ের ছবি 'লাপাতা লেডিস' গত বছরের অন্যতম বলিউড হিট। ২০২৪-র ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিটিতে বি-টাউনের কোনও বড় মুখ ছিল না। এমনকী ছবির বাজেটও বড় না। ছবি হোক বা সিরিজ, বর্তমান সময়ে বিষয়বস্তু যে ছক্কা হাঁকাতে পারে, তা আবারও প্রমাণিত হয়। 'লাপাতা লেডিস'-র গল্প এতটাই পছন্দ করে দর্শক যে, ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হওয়ার পর, ছবির জনপ্রিয়তা দ্বিগুণ হয়। বিরাট প্রশংসা অর্জন করে, এক বড় প্রাপ্তি হয় এই ছবির। 

২০২৫-এ অস্কারের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করে কিরণ রাওয়ের এই ছবি। ফের শিরোনামে 'লাপাতা লেডিস'। সোশ্যাল মিডিয়া জুড়ে ভরেছে মিম, ট্রোলিংয়ে। কিন্তু হঠাৎ কী এমন একটা ঘটনা ঘটল, যার জেরে এত কটাক্ষ শুরু হয়েছে? অভিযোগ, একটি বিদেশি ছবির হুবহু নকল করে নাকি 'লাপাতা লেডিস' বানিয়েছেন কিরণ।   

 

 

নেটমাধ্যমে ঘুরছে এমনই অভিযোগ। বলা হচ্ছে,  এই ছবিটি নাকি একটি অন্য ছবির নকল। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবি ছবি 'বোরখা সিটি' থেকে নাকি 'লাপাতা লেডিস'-র গল্প চুরি করে তৈরি হয়েছে। দুটি ছবির হুবহু একই দৃশ্যের কোলাজ বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা দেখে বোঝা যাচ্ছে যে, দুটি ছবিতেই একই থিম রয়েছে। যেখানে বিয়ের পর বর তার কনে খুঁজতে বের হয়েছে। বোরখার কারণে তার বউ পাল্টে যায়। আরবি সিনেমায় কনে বোরখা পরেছিলেন। কিরণ রাওয়ের ছবিতে কনে ঘোমটার নিচে ছিলেন।

 

 

নেট দুনিয়ায় কিরণ রাওকে নিয়ে সমালোচনার বন্যা বইছে। এক নেটিজেন লিখেছেন, "কিরণ কীভাবে বোরখার বদলে ঘোমটা ব্যবহার করলেন? তিনি নির্লজ্জভাবে 'বোরখা সিটি'-র নকল করেছেন। এটা দুঃখজনক।" অন্য আরেকজন লেখেন, "বলিউড থেকে আর কী আশা করা যায়। চুরির উপর চলছে এই ইন্ডাস্ট্রি। অন্য প্রতিটি ছবির বিষয়বস্তু নকল করা হয়।" আরেক ব্যক্তি লিখেছেন, "কিরণ একই থিম দিয়ে 'লাপাতা লেডিস' বানিয়েছে, শুধু বোরখা বদলে গিয়ে হয়েছে ঘোমটা। রবি কিষাণর থানার দৃশ্যগুলোও একই রকম।" 

Advertisement

 

এর আগেও 'লাপাতা লেডিস' চর্চায় এসেছিল। ছবিটি মুক্তির সময় অনেকেই দাবি করেছিলেন যে, এই ছবিটি শর্ট ফিল্ম 'ঘুনঘট কে পার খোল'-র রিমেক। এর পরিচালক অনন্ত মহাদেবনও স্বীকার করেছেন যে দুটি ছবির মধ্যে মিল রয়েছে। অন্যদিকে কিরণ বলেছিলেন যে তিনি মহাদেবনের এই ছবিটি দেখেননি। 

প্রসঙ্গত, 'লাপাতা লেডিস' মুক্তি পায় কিরণ রাওয়ের পরিচালনায় এবং আমির খান প্রোডাকশনের ব্যানারে। ছবিতেঅভিনয় করেছেন স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রণ্টা, নিতাংশি গোয়েল, রবি কিষণের মতো অভিনেতারা।  ২০২৫ সালের অস্কার পুরস্কারের মনোনয়নেও আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে উঠে এসেছিল। 


 

POST A COMMENT
Advertisement