একটা সময় ছিল যখন হিন্দি সিরিয়াল মানেই একতা কাপুর। একের পর এক সুপারহিট ধারাবাহিক ছোট পর্দার দর্শকদের উপহার দেন তিনি। এই সমস্ত ধারাবাহিক আজও মানুষের মননে রয়েছে। শাশুড়ি-বউমার মেগা বরাবরই হিট টেলিভিশনের ইতিহাসে এমন অনেক সিরিয়াল আছে, যেগুলো দর্শকের এখনও মনে আছে।
এরকমই একটি শাশুড়ি- বউমার ওপর ভিত্তি করে জনপ্রিয় মেগা হল 'কিউকি সাস ভি কভি বহু থি'। একটা সময় এই ধারাবাহিকের উন্মাদনা এতটাই ছিল যে, তুলসী -মিহিরের গল্প ঘরে ঘরে আলোচনা হত। ধারাবাহিকের চরিত্রগুলি হয়ে উঠেছিল দর্শকের বাড়ির কিংবা পাশের বাড়ির সদস্য। এত দিন নেটমাধ্যমে অনেকেই লিখতেন, ধারাবাহিকটি মিস করেন তারা। এবার তাদের জন্য রয়েছে বড় সুখবর।
'কিউকি সাস ভি কভি বহু থি'-তে যারা কাজ করতেন, প্রত্যেক অভিনেতার কেরিয়ার উজ্জ্বল ছিল। ২০০০ থেকে ২০০৮ অবধি, প্রায় টানা ৮ বছর স্টার প্লাস চ্যানেলে চলেছে এই মেগা। বি-টাউনের খবর, ফের টেলিভিশনে মেগাটি ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন একতা কাপুর।
পিঙ্কভিলার রিপোর্ট অনুসারে, বর্তমান সময় অনুযায়ী, ধারাবাহিকটির গল্প বুনছেন একতা। মুখ্য অভিনেতারা সকলেই থাকবেন। অর্থাৎ ফের স্মৃতি ইরানি এবং অমর উপাধ্যায়কে তুলসী ও মিহির চরিত্রে দেখতে পাবেন সকলে। মনে করা হচ্ছে, সিরিয়ালটি ছোট সিরিজের মতো আকারে মুক্তি পাবে। এর থিম একই। শাশুড়ি-বউমার গল্পই ফুটে উঠবে পর্দায়। তবে এর গল্পটি আজকের সময় অনুসারে দেখানো হবে।
জল্পনা যদি সত্যি হয়, তাহলে এবছর জুন মাস নাগাদ একতা তাঁর ধারাবাহিকের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন। এই মুহূর্তে চলছে অভিনেতাদের বাছাই পর্ব। গল্পে দেখানো হয়েছিল অমর উপাধ্যায়ের চরিত্র মিহিরের মৃত্যু হয়েছে। এখন দেখার বিষয়, একতা তাঁকে কীভাবে মেগাতে ফিরিয়ে আনেন।