Kartik Aaryan- Sreeleela In North Bengal: কার্তিক- শ্রীলীলার জমাট রসায়ন, ভাইরাল উত্তরবঙ্গে অনুরাগের ছবির সেটের দৃশ্য

Kartik Aaryan- Sreeleela Viral: এখবর চাউর হওয়ার পর থেকেই হৈচৈ সিনে দুনিয়ায়। বাঙালি দর্শকদের এই ছবি নিয়ে উৎসাহ আরও বেশি। প্রথম কারণ, বাঙালি পরিচালক। দ্বিতীয়ত, শ্যুটিং করতে উত্তরবঙ্গে হাজির হয়েছিল ছবির টিম।

Advertisement
কার্তিক- শ্রীলীলার জমাট রসায়ন, ভাইরাল উত্তরবঙ্গে অনুরাগের ছবির সেটের দৃশ্য        উত্তরবঙ্গে কার্তিক- শ্রীলীলা (ছবি: ইনস্টাগ্রাম)

অনুরাগ বসুর পরিচালনায় এবার জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান ও শ্রীলীলা। এখবর চাউর হওয়ার পর থেকেই হৈচৈ সিনে দুনিয়ায়। বাঙালি দর্শকদের এই ছবি নিয়ে উৎসাহ আরও বেশি। প্রথম কারণ, বাঙালি পরিচালক। দ্বিতীয়ত, শ্যুটিং করতে উত্তরবঙ্গে হাজির হয়েছিল ছবির টিম। সেই ছবি, ভিডিও এই মুহূর্তে ঘুরছে নেটপাড়ায়। 

আলুথালু চুল, পরনে সাদামাটা পোশাক, বড় চুল ও দাড়ি, একেবারে 'রাফ অ্যান্ড টাফ' লুকে দেখা গেল কার্তিক আরিয়ানকে। ছবির নতুন লুকে রীতিমতো শোরগোল ফেলেছেন বলিউড অভিনেতা। অন্যদিকে শ্রীলীলা রয়েছেন 'বোহো' লুক। ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে জুটির দারুণ রসায়ন ধরা পড়েছে। বলিউড সুপারস্টার ও দক্ষিণী নায়িকাকে দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও।

Kartik Aaryan Sreeleela In North Bengal

ফ্রেব্রুয়ারি মাসে ছবির প্রথম ঝলক সামনে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। নেপথ্য শোনা যায় 'তু মেরি আশিকি হ্যায়'।যার ফলে সকলেরই আন্দাজ। আসছে 'আশিকি'-র সিক্যুয়েল। যদিও এখনও ছবির ঘোষণা করেননি নির্মাতা বা অভিনেতাদের কেউই।  

জানা যাচ্ছে, গত বুধবার থেকেই পুরোদমে এই ছবির শ্যুটিং শুরু করেন অনুরাগ বসু। এদিন বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস নদী সংলগ্ন এলাকায় শ্যুটিং হয়। অবসরে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করতে দেখা যায় বলিউড অভিনেতাকে। বাইকের দৃশ্যও শ্যুট করতে দেখা যায় 'ভুল ভুলাইয়া'-র রুহ বাবাকে। 

 

প্রসঙ্গত, কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া ৩' গত  দীপাবলিতে বক্স অফিসে বিপুল আয় করেছে। অন্যদিকে, শ্রীলীলা সম্প্রতি সকলের নজর কেড়েছেন 'পুষ্প ২'-র 'কিসিক' গানের মাধ্যমে। চলতি বছর কালীপুজোর সময় মুক্তি পাওয়ার কথা অনুরাগ বসুর এই নতুন ছবি। সব মিলিয়ে ছবি গিরে যে সকলের প্রত্যাশা তুঙ্গে, তা আর বলতে বাকি রাখে না।  

 

Advertisement

POST A COMMENT
Advertisement