ছেলের আবদার পূরণ করতে পারলেন না করিনা, বিরাট-রোহিতের জিনিস চাইল তৈমুর

ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা অগাধ। বলিউডের অনেক সেলেব্রিটিরাও ক্রিকেট ভালোবাসেন। অভিনেত্রী করিনা কাপুর খান জানিয়েছেন, তাঁর বড় ছেলে তৈমুরও ক্রিকেট ভালোবাসে। সে মায়ের সঙ্গে ক্রিকেট নিয়ে অনেক কথা বলে। এর মধ্যেই তৈমুরের কিছু ডিমান্ডও আসে, যা করিনা চাইলেও পূরণ করতে পারেন না।

Advertisement
ছেলের আবদার পূরণ করতে পারলেন না করিনা, বিরাট-রোহিতের জিনিস চাইল তৈমুরছেলের আবদার পূরণ করতে পারলেন না করিনা, বিরাট-রোহিতের জিনিস চাইল তৈমুর

করিনা কাপুর জানিয়েছেন যে তাঁর ছেলে তৈমুর ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ভীষণ পছন্দ করে। ইদানীং সে ক্রিকেটের দারুণ শৌখিন হয়ে উঠেছে এবং মায়ের কাছে নানান ডিমান্ড করে চলেছে।

ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা অগাধ। বলিউডের অনেক সেলেব্রিটিরাও ক্রিকেট ভালোবাসেন। অভিনেত্রী করিনা কাপুর খান জানিয়েছেন, তাঁর বড় ছেলে তৈমুরও ক্রিকেট ভালোবাসে। সে মায়ের সঙ্গে ক্রিকেট নিয়ে অনেক কথা বলে। এর মধ্যেই তৈমুরের কিছু ডিমান্ডও আসে, যা করিনা চাইলেও পূরণ করতে পারেন না।

মা করিনার কাছে তৈমুরের কী ডিমান্ড?
করিনা সম্প্রতি তাঁর ননদ সোহা আলি খানের শো ‘All About Her’ এ পেরেন্টিং নিয়ে অনেক কথা বলেন। অভিনেত্রী জানান, এখন তাঁর ছেলে তৈমুর ক্রিকেট দেখে। সে ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে খুবই ভালোবাসে। তৈমুর প্রায়ই মায়ের কাছে এই দুই ক্রিকেটারের ব্যাট চাইতে থাকে।

করিনার বক্তব্য, “তৈমুর আমাকে শুধু একটাই জিজ্ঞেস করে, তোমার কি রোহিত শর্মা আর বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্ব আছে? তুমি কি ওনাদের মেসেজ করে আমার জন্য তাদের ব্যাট চাইতে পারো? কিন্তু আমি ওকে বলি, না, আমি এটা করতে পারব না। আমি ওনাদের এতটা চিনি না যে মেসেজ করে ব্যাট চাইব।”

তৈমুরের ক্রিকেটপ্রীতি, তবে কি সে হবে ক্রিকেটার?
এটাই প্রথম নয় যখন তৈমুরের ক্রিকেটপ্রেমের কথা সামনে এসেছে। গত বছর সে যখন তার বাবা সইফ আলি খানের সঙ্গে লন্ডনে ছিল, তখনও তাকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল। সেখানে কয়েকজন পেশাদার কোচের কাছ থেকে ব্যাটিং ও বোলিংয়ের ট্রেনিংও পেয়েছিল সে। বাবা সইফের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট মাস্টার্স ক্লাব-এ তৈমুরের কাটানো মুহূর্তও শেয়ার করা হয়েছিল। ফলে ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল, তবে কি সে তার দাদা ও পরদাদার মতো ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নেবে?

উল্লেখ্য, তৈমুরের দাদা মনসুর আলি খান পাতৌদি এবং ঠাকুরদা ইফতিখার আলি খান পাতৌদি দুজনেই ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলেছেন। দুজনেই নিজেদের সময়ে ভারতের অধিনায়ক ছিলেন। ইফতিখার আলি খান পাতৌদি ইংল্যান্ড এবং ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলেছেন। আর মন্সুর আলি খান পাতৌদি কেবল ভারতের হয়ে টেস্ট খেলেছেন, তবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement