Film director Sanoj Mishra Arrested: ভাইরাল কুম্ভ গার্ল মোনালিসাকে ফিল্মের প্রস্তাব দিয়ে হইচই ফেলে দেওয়া চিত্র পরিচালক সনোজ মিশ্রকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তাকে ধর্ষণের মামলায় দিল্লি পুলিশ গ্রেফতার করেছে। দিল্লি হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজ হওয়ার পর নবী করিম থানা পুলিশ এই ব্যবস্থা নেয়। সনোজের বিরুদ্ধে ঝাঁসির একটি মেয়েকে ফিল্মে কাজ করার প্রলোভন দিয়ে ধর্ষণ করার এবং হুমকি দিয়ে মুখ বন্ধ করে রাখার অভিযোগ রয়েছে।
অভিযোগ, ২০২০ সালে টিকটক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে সনোজ মিশ্রের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সে সময় তিনি ঝাঁসিতে থাকতেন। কিছুক্ষণ আড্ডা ও কথা বলার পর, ১৭ জুন ২০২১-এ সনোজ তাকে ফোন করে বলে যে সে ঝাঁসি রেলওয়ে স্টেশনে এসেছে। প্রথমে নির্যাতিতা মহিলা দেখা করতে অস্বীকার করলেও সনোজ আত্মহত্যার হুমকি দেয়। গোলমালের ভয়ে সে তার সঙ্গে দেখা করতে যায়। পরের দিন, ১৮ জুন, ২০২১, সনোজ আবার তাকে আত্মহত্যার হুমকি দেয় এবং তাকে রেলস্টেশনে ডেকে একটি রিসোর্টে নিয়ে যায় এবং তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে।
নির্যাতিতা তাঁর এফআইআরে বলেছেন যে, সনোজ তাঁর আপত্তিকর ছবি এবং ভিডিও তৈরি করেছে এবং প্রতিবাদ করলে সেগুলি প্রকাশ করার হুমকি দিয়েছে। এরপর বিয়ের অজুহাতে সানোজ তাকে বিভিন্ন স্থানে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করে এবং চলচ্চিত্রে কাজ দেওয়ার প্রলোভন দেয়। এই আশায় নির্যাতিতা মুম্বাই গিয়ে সনোজের সঙ্গে থাকতে শুরু করে। সেখানেও সনোজ তাকে শোষণ করতে থাকে এবং বেশ কয়েকবার মারধর করে।
নির্যাতিতার অভিযোগ, সনোজ তাকে জোর করে তিনবার গর্ভপাত করিয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, সনোজ তাকে ছেড়ে চলে যায় এবং হুমকি দেয় যে সে অভিযোগ করলে সে তার অশ্লীল ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবে।
নির্যাতিতার অভিযোগে দিল্লি পুলিশ সনোজ মিশ্রের বিরুদ্ধে মামলা করেছে। তদন্ত শেষে তাকে গ্রেফতার করা হয়। সনোজ জামিনের জন্য দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন, কিন্তু আদালত তার আবেদন খারিজ করে দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।