গ্রাম্য জীবনের সাদা-সরল গল্প। আর সেই সাদামাটা গল্পই দাপিয়ে বেড়িয়েছে। মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে। কথা হচ্ছে 'পঞ্চায়েত' ওয়েব সিরিজের।
২০২০ সালে আজকের দিনে অর্থাৎ ৩ এপ্রিল 'পঞ্চায়েত'-এর প্রথম সিজন রিলিজ করেছিল। যা ব্যাপক সাড়া ফেলে দেয়। তারপর এক এক করে আরও দুটি সিজন রিলিজ করে। প্রতি সিরিজেই চমক দিয়ে থাকেন পরিচালক, কলাকুশীলবরা।
এখনও পর্যন্ত তিনটি সিজন হয়েছে। চতুর্থটা কবে আসবে তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ ছিল না। অবেশেষে সেই প্রতীক্ষারও অবসান হল।
নির্মাতারা জানিয়েছেন ২০২৫ সালের ২ জুলাই রিলিজ করবে 'পঞ্চায়েত' ফোর। সচিবজি, প্রধানজি, প্রহ্লাদ ও বিকাশ- ‘পঞ্চায়েত’-এর এই নতুন সিজনেও যে সিরিজের বিখ্যাত চারমূর্তিকে দেখা যাবে তা বলাই বাহুল্য। অ্য়ামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই সিরিজ।
প্রথম সিজন থেকেই আলাদা আলাদা গল্প বানিয়েছেন নির্মাতারা। সচিবজি, প্রধানজি, বিকাশরা তো বটেই আস্ত ফুলেরা গ্রামটাই একটা চরিত্র হয়ে উঠেছে যেন বারবার। এবারও সেই ফুলেরা গ্রামে কী কামাল হয় তা দেখার অপেক্ষায় দর্শকরা।
পঞ্চায়েত-এর এই নয়া সিজনে দেখা যাবে সুপারস্টার অমিতাভ বচ্চনকে। এই জল্পনা শুরু হয়েছে। তার কারণও আছে।
কারণ প্রহ্লাদ ও বিকাশের সঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নির্মাতারা। তাঁরা ক্যাপসনে লিখেছিলেন, 'দ্যাখো, দ্যাখো ফুলেরায় কে এসেছেন? ঝটিকা সফর হলেও গুরুত্বপূর্ণ কাজের কথা হল।
তাহলে সত্যিই কি অমিতাভ বচ্চনকে দেখা যাবে এই সিজনে? উত্তর হল না। আসলে সাইবার প্রতারণার বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই একটি বিজ্ঞাপনে ফুলের গ্রাম এবং পঞ্চায়েত সিরিজের জনপ্রিয় চরিত্রদের ব্যবহার করা হয়েছে। সেখানেই দেখা যায় অমিতাভ বচ্চনকে।
পঞ্চায়েত- সিজন ফোরের যে পোস্ট করা হয়েছে সেখানে মোট ৫টি পোস্ট করা হয়েছে। প্রতিটি পোস্টই আকর্ষণীয়।
প্রসঙ্গত, সিজনটির পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপক কুমার মিশ্র এবং অক্ষত বিজয়ওয়ারগিয়া।