আমেরিকার সঙ্গে বিশ্বের প্রতিটি দেশের শুল্ক যুদ্ধ এখন চরমে পৌঁছেছে। তাদের কেউই হাল ছাড়ছে বলে মনে হচ্ছে না। আমেরিকা যখন ক্রমাগত শুল্ক আরোপ করছে। আর বর্তমানে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও নিচ্ছে। এত করে বিপাকে পরতে হচ্ছে ভারতকে। ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে পিছন থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে আমেরিকা। তার ওপর আন্তর্জাতিক বাজারে আমেরিকার ট্যারিফ বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বহু দেশ। আর তার ওপরে ডলারের দাম দিন দিন বেরেই চলেছে। আর ফায়েদা নিয়ে চলেছে আমেরিকা। আর এই জায়গায় ব্রিকসের অন্তর্ভুক্ত দেশ গুলো যদি একজোট হয়ে যায় তাহলে সবথেকে চিন্তায় ও সমস্যায় পড়বে আমেরিকা। আর তাই ট্রাম্প তা একেবারেই চায় না। বিশ্ব কূটনীতিতে ব্রিকসের দেশগুলো একসঙ্গে আসার একটা সম্ভাবনা জোরদার হতে শুরু করেছে।
US trade wars reach peak impact on india and global markets