Advertisement

China USA: ভারত বন্ধু China র ওপরে 100% Tariff তুলে নিচ্ছে USA! বদলে কী পাবেন Donald Trump?

Tariff নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট Donald Trump র খামখেয়ালিপনার কথা সকলেরই জানা। ইতিমধ্যেই ট্যারিফ সংক্রান্ত তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে বিপুল চর্চা হয়েছে। যদিও তার পরেও নিজেকে সংশোধন করেননি তিনি। আর সংশোধন য়ে করেননি তার প্রমাণ ফের পাওয়া গেল। শুক্রবার আচমকা China র উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। শোনা যাচ্ছে, আগামী ১ নভেম্বর থেকে তা কার্যকর হতে চলেছে। এই পরিস্থিতিতে সোমবার ট্রাম্পকে ফের হুঁশিয়ারি দিল Beijing। তাদের বার্তা, ভুল করবেন না। আমরাও পালটা পদক্ষেপ করতে পারি।

Trump announces 100 percent tariff on China from November

Advertisement