ট্যারিফ নিয়ে মাতব্বরির শেষ নেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতের উপরেও ৫০ শতাংশ ট্যারিফ ঘোষণা করেছেন তিনি। যদিও ট্রাম্পের এই মাতব্বরিকে গুরুত্বই দেয়নি ভারত। বরং নিজেদের সম্পর্ক আরও মজবুত করার পথে এগোচ্ছে ভারত ও রাশিয়া। এই অন্যদিকে আবার বাণিজ্য নিয়ে ভারতের উদ্দেশে কার্যত বন্ধুত্বের বার্তা দিয়ে চিনও। আর এখান থেকেই বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এবার যদি ভারত চিন ও রাশিয়া একে অপরের হাত ধরে নেয়, তাহলে তৈরি হতে পারে এক বিরাট অর্থনৈতিক ক্ষেত্র, যা বাস্তবেই চাপে ফেলে দিতে পারে আমেরিকাকে।
Tariff tensions between US India China and Russia