Advertisement

PM Narendra Modi: মোদী গেলেন ত্রিনিদাদ-টোবাগো, সঙ্গে গেলেন ভগবান রাম! বাদ গেল না বিহারও, দেখুন

রামের আশীর্বাদে ভারত ও ত্রিনিদাদ-টোবাগোর মধ্যে সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোর্ট অফ স্পেনে পৌঁছেই যে আন্তরিকতা ও ভালোবাসা দেখা গেল, তা অভূতপূর্ব। পুরো মন্ত্রিসভাই বিমানবন্দরে হাজির ছিলেন মোদীকে স্বাগত জানাতে। বিশেষ করে, ভোজপুরী চৌতাল পরিবেশনা দেখার অভিজ্ঞতা অত্যন্ত আনন্দের ও গর্বের। ভাষা বদলালেও সংস্কৃতির বন্ধন অটুট থাকে—ত্রিনিদাদ ও টোবাগোতে ভারত, বিশেষত উত্তরপ্রদেশ ও বিহারের ছায়া স্পষ্টভাবে দেখা যায়। প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতির সেতুবন্ধন যে কীভাবে দূরদেশে বেঁচে থাকে, তা এখানে চোখে পড়ে। এই সব কিছুর মধ্যে যেটি ব্যাপক ভাবে চোখে পড়ল, তা হল বিহার কানেকশন। সামনেই কিন্তু বিহারে ভোট।

Advertisement
POST A COMMENT