গত ৩০ বছরে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন ঘানায়। নরেন্দ্র মোদী সে দেশের মাটিতে নামতেই তাঁকে কীর্তন করে স্বাগত জানানো হয়। ঘানার একঝাঁক কচিকাঁচা গাইলেন, 'হরে রাম হরে কৃষ্ণ'। তারপর ঘানায় 'জয় হো' শুনলেন মোদী। আক্রায় মোদীকে বুকে জড়িয়ে ধরেন ঘানার প্রেসিডেন্ট জন মাহামাকে।