Advertisement

B2 Bomber: চিনে নিন এই ভারতীয় ইঞ্জিনিয়ারকে যাঁর হাতে তৈরি USAর B2 বম্বার, পরিণতি ছিল করুণ

গত রবিবার সকালে আমেরিকা তার B2 বোমারু বিমান থেকে 13000 কেজি ওজনের GBU-57 বোম ফেলেছিল। আর তাতেই ক্ষতিগ্রস্ত হয় ইরানের 3টি গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার বেস। আমেরিকার এই হামলার পর, রাষ্ট্রসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেন যে, অত্যাধুনিক বাঙ্কার-বাস্টার বোমা দিয়ে us বিমান হামলার পর ফোরডোতে ইরানের ভূগর্ভস্থ কেন্দ্র 'খুব ভারী ক্ষতির' সম্মুখীন হয়েছে। আমেরিকার বিধ্বংসী এই B2 বোম্বার তৈরিতে এক ভারতীয় সাহায্য করেছিলেন। কী তার নাম, পরিচয় জানেন? আজ সেই বিষয়েই জানাব আপনাদের। তবে বলে রাখি এর পরেও তাঁকে 30 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Meet this Indian engineer who built the USA's B2 bomber

Advertisement