বিক্ষোভ যে হবে, সেই অনুমান আগে থেকেই ছিল। মমতার ভাষণ বন্ধে চিঠিও দেওয়া হয়েছিল কেলগ কলেজ কর্তৃপক্ষকে। মমতাও জানতেন। তাই প্রস্তুতি নিয়েই গিয়েছিলেন। প্ল্যাকার্ড নিয়ে যখন বিক্ষোভকারীরা প্রতিবাদ করছিলেন, তখন বাম জমানায় তাঁর উপরে হামলার ছবি দেখালেন মমতা।