এই ভিডিওর বিচারক আর নেই! সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। তাঁর একের পর এক রায় বাঁধাধরা গতের বাইরে। আসলে বিচারকক্ষের গজদন্ত মিনারে বসে রায় দেননি। বরং মানবিকতা আর সহানুভূতির মিশেলে বিচার করতেন। ধীর ও স্থিতধী।