মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনায়। তিনি জানালেন, তাঁর শাসনামলে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে কতটা টানাপড়েন চলেছিল। ট্রাম্প দাবি করেছেন, একদিকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও বাণিজ্য নিয়ে আলোচনা করেছেন। কিন্তু দুই দেশের মধ্যে ঘৃণা ও সংঘাত এতটাই প্রবল ছিল যে, তিনি আশঙ্কা করেছিলেন বিষয়টি পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। ট্রাম্প বলেন, তখন তিনি পাকিস্তানকে কড়া ভাষায় জানিয়ে দেন, যদি পরিস্থিতি না বদলায় তবে আমেরিকা কোনও বাণিজ্য চুক্তি করবে না, উল্টে ভয়ঙ্কর শুল্ক বসাবে। তাঁর কথায়, 'আমি বলেছিলাম, আগামীকাল ফোন করো। কিন্তু পাঁচ ঘণ্টার মধ্যেই সব মিটে যায়।' যদিও ট্রাম্প এও স্বীকার করেন, এই অশান্তি ভবিষ্যতে ফের জ্বলে উঠতে পারে। তবে তিনি আশ্বাস দিয়ে বলেছেন, ‘আমি থাকলে সেটা আর হতে দেব না।’ তাঁর এই মন্তব্যে ফের চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।