কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হোক। সোমবার লন্ডনের হাইকমিশনে এমনই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'লন্ডন থেকে বাংলা বেশি দূর নয়। কিন্তু একটা সরাসরি বিমান হলে ভাল হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব যদি বিষয়টা দেখেন। আগে ব্রিটিশ এয়ারওয়েজ ছিল। এখন সরাসরি বিমান পরিষেবা চালু হলে সুবিধা হবে।'